রঞ্জি ট্রফির ইতিহাসে মঙ্গলবার ছিল রেকর্ডের। ব্যাট হাতে গুজরাতের হয়ে ওপেন করতে নেমেছিলেন সমিত গোহেল। আর শেষ বেলায় সেখানেই তৈরি হল নতুন রেকর্ড। ওড়িশার বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৩৫৯ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি। ভাঙলেন ১১৭ বছরের বিশ্ব রেকর্ড। এর আগে ৩৫৭ রান করে অপরাজিত ছিলেন ববি আবেল। ১৮৯৯এ ওভালে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে এই রান করেছিলেন তিনি।
এত বছর পর আবার ব্যাট হাতে ওপেন করতে নেমে অপরাজিত থেকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন সমিত। যাঁর ব্যাটে গুজরাতের রান পৌঁছে গেল ৬৪১এ। সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য পাকিস্তানের হানিফ মহম্মদের দখলেই থাকছে। ওপেনার হিসেবে তিনি খেলেছিলেন ৪৯৯ রানের ইনিংস। ভারতের মাটিতে নতুন রেকর্ড তৈরি করলেন গুজরাতের এই ছেলে। ৭২৩ বলে ৩৫৯ রানের ইনিংসে ছিল ৪৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। রেকর্ড করে সমিত বলেন, ‘‘আমি জানতাম না এটা বিশ্ব রেকর্ড। মাথায় ছিল যতক্ষণ সম্ভব ব্যাট করে যেতে হবে। কোচ স্যার (বিজয় পটেল) ও পার্থিব ভাই (অধিনায়ক) বলেছিল বড় ইনিংস খেলতে। আমি সেই চেষ্টাই করেছি। আমি খুশি এতক্ষণ ব্যাট করতে পেরে। আমার জীবনের সেরা দিন এটাই। আমি ঠিক বোঝাতে পারছি না আমার অনুভূতিটা।’’
আরও খবর: ‘মনোবিদ’ ধোনির মন্ত্রে ছুটছে ঝাড়খণ্ড এক্সপ্রেস
এর মধ্যেই সরকারি চাকরির খোঁজে নেমে পড়েছেন তিনি। বাবা রিয়েল এস্টেট ব্যবসায়ী হলেও তেম বড় মাপের কিছু নন। বলেন, ‘‘আমার বাবা ছোট ব্যবসায়ী। এতদিন পর্যন্ত আমি শুধুই ক্রিকেটে মন দিয়েছি। কিন্তু এটাও সত্যি আমি সরকারি চাকরির খোঁজে রয়েছি। আমি স্পোর্টস কোটায় চাকরির জন্য আবেদন জানিয়েছি।’’ এই রেকর্ডের সঙ্গেই রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল গুজরাত।