সানিয়ারা ফাইনালে

মরসুমের অষ্টম খেতাব থেকে আর এক ম্যাচ দূরে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। যাঁরা এ দিন স্ট্রেট সেটে জিতে পৌঁছে গেলেন চিন ওপেনের ফাইনালে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০৩:০৭
Share:

মরসুমের অষ্টম খেতাব থেকে আর এক ম্যাচ দূরে সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। যাঁরা এ দিন স্ট্রেট সেটে জিতে পৌঁছে গেলেন চিন ওপেনের ফাইনালে। টুর্নামেন্টের শীর্ষ বাছাইরা সেমিফাইনালে ৬-২, ৬-৩ হারালেন চিনের অবাছাই জুটি চেন লিয়াং-ইয়াফান ওয়াংকে। গুয়াংঝু এবং উহান ওপেনে পর পর খেতাব জেতা সানিয়া-মার্টিনাকে এই টুর্নামেন্টেও সমান অপ্রতিরোধ্য দেখাচ্ছে। গত তিন টুর্নামেন্টে একটাও সেট না খোয়ানো ইন্দো-সুইস জুটি এ দিনও প্রতিপক্ষের সার্ভিস পাঁচ বার ভাঙলেন। অন্য সেমিফাইনালে লড়াইটা কেসি ডেলাকোয়া-ইয়ারোস্লাভা শ্বেদোভা বনাম চিনা তাইপের হাও চিং চ্যান-ইয়ুং জান চ্যান। যে ম্যাচের বিজয়ীদের জন্য ফাইনালে অপেক্ষা করে আছেন সানিয়া-মার্টিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন