ভেঙে গেল সানিয়া-হিঙ্গিস জুটি

অদ্ভুত সমাপতন! অলিম্পিক্সে দু’একটি ইভেন্ট ছাড়া ভারতের পারফরম্যান্স বর্ষার মুখ ভার করা আকাশকেও লজ্জা দিচ্ছে, ঠিক তখনই ভেঙে গেল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। যা ‘সান্টিনা’ জুটি নামেই ক্রীড়া জগতে বেশি পরিচিত ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ২২:৫৩
Share:

কোর্টে একসঙ্গে দেখা যাবে না এই জুটিকে।

অদ্ভুত সমাপতন! অলিম্পিক্সে দু’একটি ইভেন্ট ছাড়া ভারতের পারফরম্যান্স বর্ষার মুখ ভার করা আকাশকেও লজ্জা দিচ্ছে, ঠিক তখনই ভেঙে গেল সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। যা ‘সান্টিনা’ জুটি নামেই ক্রীড়া জগতে বেশি পরিচিত ছিল।

Advertisement

এই জুটি গত বছর টেনিস জগতে কার্যত ঝড় তুলেছিল। বর্ষশেষে উইম্বলডন-সহ ন’টি টেনিস খেতাব জিতেছিল এই জুটি। জুটি ভেঙে দেওয়ার কারণ হিসাবে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, গত পাঁচ মাসে তাঁরা একটি খেতাবও জিততে পারেননি, সে কারণে এই সিদ্ধান্ত।

সানিয়া নতুন জুটি বাঁধছেন বিশ্ব র‌্যাকিং-এ ২১ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রেকোভা সঙ্গে।

Advertisement

আরও পড়ুন

উইম্বলডন থেকে ছিটকে গেলেন সানিয়া-হিঙ্গিস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement