Sania Mirza

Sania Mirza: সানিয়াপুত্রের পাশে নাদালজয়ী, সেমিফাইনালে পৌঁছে গেলেন মা

একটি কমলা রঙের জামা পরেছে ইজহান। মাথায় টুপিটি উল্টো করে পরা। পাশে বসা শাপোভালভের গায়ে হাল্কা গোলাপি রঙের টিশার্ট। তাঁর মাথাতেও একই ভঙ্গিতে পরা টুপি। সানিয়াপুত্রকে আগলে রেখেছেন কানাডার টেনিস তারকা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ২৩:৫৬
Share:

ছবি: টুইটার থেকে

রোমে ইটালিয়ান ওপেন খেলতে ব্যস্ত সানিয়া মির্জা। মায়ের সঙ্গে সেখানেই রয়েছে ছোট্ট ইজহান। শুক্রবার সানিয়াপুত্র ছবি তুললেন এমন এক টেনিস তারকার সঙ্গে, যিনি এই মুহূর্তে টেনিসদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। ক্লে কোর্টে রাফায়েল নাদালকে হারিয়ে দেওয়া শাপোভালভের সঙ্গে সানিয়াপুত্র।

একটি কমলা রঙের জামা পরেছে ইজহান। মাথায় টুপিটি উল্টো করে পরা। পাশে বসা শাপোভালভের গায়ে হাল্কা গোলাপি রঙের টিশার্ট। তাঁর মাথাতেও একই ভঙ্গিতে পরা টুপি। সানিয়াপুত্রকে আগলে রেখেছেন কানাডার টেনিস তারকা।

Advertisement

সেন্টার কোর্টে নাদালকে ১-৬, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন শাপোভালভ। শুক্রবার যদিও তিনি হেরে যান ক্যাসপার রুডের কাছে। ৬-৭, ৫-৭ গেমে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন শাপোভালভ। তাঁর সঙ্গেই ছবি তুলেছে ইজহান। তার মা ইটালিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে লুসি রাদেকাকে সঙ্গে নিয়ে সানিয়া হারিয়ে দিয়েছেন আন্দ্রেজা ক্লেপাক এবং আলেক্সা গুয়ারাচিকে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৬-৪, ৪-৬, ১০-৮।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement