সানিয়া একনম্বরেই, তিনধাপ উঠলেন সোমদেব

প্রত্যাশা মতই ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে একনম্বর স্থান ধরে রাখলেন সানিয়া মির্জা। সিঙ্গলসে অঙ্কিতা রায়না ২৬৩ নম্বরে থাকলেন। একধাপ নেমে প্রেরণা ভাম্বরি থামলেন ৪১৭তে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ২২:২২
Share:

প্রত্যাশা মতই ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে একনম্বর স্থান ধরে রাখলেন সানিয়া মির্জা। সিঙ্গলসে অঙ্কিতা রায়না ২৬৩ নম্বরে থাকলেন। একধাপ নেমে প্রেরণা ভাম্বরি থামলেন ৪১৭তে।

Advertisement

এটিপি র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এলেন সোমদেব দেববর্মন। তিনধাপ উঠে তাঁর র‌্যাঙ্কিং হল ১৭৭। ইউকি ভাম্বরির জায়গা অবশ্য অপরিবর্তিতই থাকল। ৯৩ নম্বরেই ছিলেন তিনি। ধরে রাখলেন তাঁর জায়গা। এখনও পর্যন্ত তিনিই দেশের সেরা সিঙ্গলস টেনিস প্লেয়ার। সাকেথ সায়নেনি ধরে রাখলেন তাঁর ১৭০ নম্বর স্থান। রামকুমার রমানাথন থাকলেন ২৪৮ নম্বরে।

ডবলসে ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকলেন রোহন বোপন্না। বোপন্না ন’য়ে থাকলেও তাঁর ধারে কাছে আর কাউকে পাওয়া গেল না। ৪১ নম্বরে রয়েছেন লিয়েন্ডার পেজ। পূরব রাজা ৯৩এ। এই তিনজনেরই র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement