Sports News

টুইটারে ছবি দিয়ে সচিনের সঙ্গে খুনসুটিতে সঞ্জয়

বাইশ গজ থেকে সরেছেন বহু দিন আগেই। তবে বাইশ গজের বন্ধুদের সঙ্গে মজা করা এখনও ছাড়েননি সঞ্জয় মঞ্জরেকর। এ বার সচিন তেন্ডুলকরকে নিয়ে খুনসুটিতে মজলেন সঞ্জয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৯:৩৭
Share:

এই ছবিই পোস্ট করেছেন সঞ্জয় মঞ্জরেকর। ছবি: টুইটার।

বাইশ গজ থেকে সরেছেন বহু দিন আগেই। তবে বাইশ গজের বন্ধুদের সঙ্গে মজা করা এখনও ছাড়েননি সঞ্জয় মঞ্জরেকর। এ বার সচিন তেন্ডুলকরকে নিয়ে খুনসুটিতে মজলেন সঞ্জয়।

Advertisement

নব্বইয়ের দশকে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করেছেন সঞ্জয়। ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রতটে শর্টস পরে পাশাপাশি দাঁড়িয়ে দুই যুবক। একজন সঞ্জয় মঞ্জরেকর। অন্য জন সে সময়কার ভারতীয় দলের ওয়ানডে পেসার প্রশান্ত বৈদ্য। ছবি যে খুব পাকা হাতের তোলা নয়, দেখেই বোঝা যাচ্ছে। সঞ্জয় লিখেছেন, “৯০-এর দশকে আমরা তথন বাইসেপ দেখানোর চেষ্টা করছি। এটা ছবিটা কি মাঝামাঝি হল?” এ রকম ভুলের জন্য সঞ্জয় সব দোষ দিয়েছেন ফোটোগ্রাফারকে। লিখেছেন, “আমার মনে হয়, ব্যাট হাতে তিনি এর থেকে অনেক ভাল। ফোটোগ্রাফার হলেন— সচিন তেন্ডুলকর।”

আরও পড়ুন

Advertisement

বিশ্ব ক্রিকেটের ট্রাম্প বিরাট: অস্ট্রেলিয়া মিডিয়া

সেলফিতে এখল বেশ দক্ষ সচিন। ছবি: টুইটার।

ক্রিকেট ছেড়ে টেলিভিশন ধারাভাষ্যকার হিসাবে বেশ নাম করেছেন সঞ্জয়। প্রায় বছর একুশ আগেকার সতীর্থের এই রসিকতায় এখন পর্যন্ত কোনও জবাব দেননি সচিন। তবে তাঁর ফোটোগ্রাফি স্কিলের যে উন্নতি হয়েছে সে বিষয়টা নিশ্চিত! গত মাসে ছুটি কাটাতে গিয়ে তোলা সচিনের একটি সেলফিতেই কিন্তু সে প্রমাণ মিলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement