গ্লেনে আস্থা সঞ্জয় সেনের

আইএসএল প্রায় শেষ। দুই প্রধানের অনেকেই ইতিমধ্যে যোগ দিয়েছেন ক্লাবে। তাদেরই দেখে নিতে শনিবার অনুশীলন ম্যাচ খেলল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। সঞ্জয় সেনের দল খুব সহজেই হারিয়ে দিল মোহনবাগানকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৮:৩৯
Share:

আইএসএল প্রায় শেষ। দুই প্রধানের অনেকেই ইতিমধ্যে যোগ দিয়েছেন ক্লাবে। তাদেরই দেখে নিতে শনিবার অনুশীলন ম্যাচ খেলল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। নামে জর্জ হলেও আসল জর্জ দলের প্রায় কেউই ছিলেন না। বরাহনগর স্পোর্টিংয়েরই বেশিরভাগ প্লেয়ার খেলে এই দলে। সঞ্জয় সেনের দল খুব সহজেই হারিয়ে দিল জর্জকে। ম্যাচের ফল ৫-০। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। গোল পেলেন কর্নেল গ্লেন। যেটা আই লিগের আগে স্বস্তি দেবে সঞ্জয় সেনকে। আই লিগের প্রথম ম্যাচে সোনি নর্দেকে পাওয়ার সম্ভবনা নেই। ৮ জানুয়ারি জাতীয় দলের খেলা থাকায় হয়তো দেশে ফিরে যাবেন সোনি ও জুডেলিন। সেই অবস্থায় বাগান কোচকে নির্ভর করতে হবে গ্লেনের উপরই। গ্লেন যে তাঁর আস্থা জিতে নিয়েছেন সেটা তিনি নিজেই স্বীকার করে নিলেন। বলেন, ‘‘গ্লেনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। বোয়া যাওয়ার পর সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য দলে একজনকে দরকার ছিল। সেটাই খুঁজছিলাম। গ্লেন আসায় সেটা অনেকটা মিটেছে।’’

Advertisement

আরও খবর পড়ুন: আই লিগ যা পারেনি করে দেখাচ্ছে আইএসএল, বলছেন ভাইচুং

তবে শনিবার গ্লেনের গোলের পাশাপাশি স্বস্তি দেবে প্রবীর, কাটসুমি ও পঙ্কজের গোল। পঙ্কজ মৌলা জোড়া গোল করলেন। আইএসএল-এ দিল্লি দলের হয়ে খেলা প্রবীর দাসও গোল পেলেন। প্রবীরকে উইং ও সেন্ট্রাল মিড ফিল্ডে খেলিয়ে দেখে নিলেন কোচ। তবে আইএসএল-এ খেলা প্লেয়াররা যে সহজে আই লিগ দলে জায়গা পাবেন না সেটা কিন্তু পরিষ্কার বলে দিলেন তিনি। বলেন, ‘‘আইএসএল-এ খেলা ফুটবলাদের অন্যদের সঙ্গে লড়াই করেই দলে ঢুকতে হবে। কারণ বাকিরা এতদিন দলের সঙ্গে অনুশীলন করেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement