চোট নিয়ে উদ্বেগে বাংলা

সন্তোষ ট্রফিতে বৃহস্পতিবার বাংলা বনাম গোয়া দ্বৈরথ। কিন্তু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে চোট-আঘাতের সমস্যায় বিপর্যস্ত বাংলা শিবির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ০৩:৩৫
Share:

সন্তোষ ট্রফিতে বৃহস্পতিবার বাংলা বনাম গোয়া দ্বৈরথ। কিন্তু ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে চোট-আঘাতের সমস্যায় বিপর্যস্ত বাংলা শিবির।

Advertisement

বুধবার গোয়া থেকে ফোনে বাংলার কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘সার্ভিসেসের বিরুদ্ধে আগের ম্যাচে পিঠে চোট পেয়েছে রানা ঘরামি। বসন্ত সিংহের হাঁটুতে ব্যথা। পেশিতে চোট মনবীর সিংহের। পুরো সুস্থ নয় প্রভাত লাকড়া-ও। এখানেই শেষ নয়। লাল কার্ড দেখে ছিটকে গিয়েছে মনোতোষ চাকলাদার। এই পরিস্থিতিতে দল নামানোই তো কঠিন শক্তিশালী গোয়ার বিরুদ্ধে।’’

গোয়ার বিরুদ্ধে জিতলেই বাংলার শেষ চারে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর ড্র করলে শেষ ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে জিততেই হবে। বাংলার কোচ বললেন, ‘‘ডেম্পোর ফুটবলাররা যোগ দেওয়ায় গোয়া দারুণ শক্তিশালী দল গড়েছে। তার ওপর ওরা ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। তাই ঝুঁকি নেওয়ার কোনও প্রশ্নই নেই।’’

Advertisement

তা হলে গোয়ার বিরুদ্ধে বাংলার স্ট্র্যাটেজি কী? মৃদুল খোলাখুলিই বলে দিলেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ম্যাচটা না হারা। এই কারণেই রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামব।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘এই ম্যাচটার সঙ্গে বাংলার সম্মান জড়িয়ে। ফুটবলারদেরও সেটা বলে উজ্জীবিত করার চেষ্টা করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন