Sunil Chhetri

ভারতীয় সিনিয়র শিবিরে ডাক পেলেন বাংলার সার্থক গোলুই

গ্রুপ-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচের আগে দলে কিছু পরিবর্তন করতে পারেন কোচ কনস্টানটাইন। ১১ অগস্ট চেন্নাই পৌঁছে যাবে ৩৪ জন ফুটবলার। সেই তালিকায় নতুন মুখ সার্থক গোলুই, দেবেন্দ্র সিংহ, নিখিল পূজারী, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ২০:০৮
Share:

ভারতীয় ফুটবল দল। -নিজস্ব চিত্র।

ভারতীয় সিনিয়র ফুটবল শিবিরে ডেকে নেওয়া হল ৩৪ জন ফুটবলারকে। চেন্নাইয়ে বসবে এ বারের ভারতীয় ফুটবলের শিবির। ২০১৯ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচ রয়েছে ৫ সেপ্টেম্বর। তাঁর আগে নতুন পাঁচ মুখকে ডেকে নেওয়া হল ভারতীয় শিবিরে। যেখানে ডাক পেলেন বাংলার সার্থক গোলুই।

Advertisement

আরও খবর: রোনাল্ডোহীন এল ক্লাসিকোয় জয় মেসির

মায়ানমার ও কিরঘিজ রিপাবলিকের বিরুদ্ধে প্রথম দুটো ম্যাচ জয়ের পর ভারত পরবর্তী ম্যাচ খেলতে উড়ে যাবে ম্যাকাও। গ্রুপ-এর যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচের আগে দলে কিছু পরিবর্তন করতে পারেন কোচ কনস্টানটাইন। ১১ অগস্ট চেন্নাই পৌঁছে যাবে ৩৪ জন ফুটবলার। সেই তালিকায় নতুন মুখ সার্থক গোলুই, দেবেন্দ্র সিংহ, নিখিল পূজারী, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংহ। এই ৩৪ জনের মধ্যে ১০ জন সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে যোগ্যতা নির্ণায়ক পর্বে দোহায় খেলে ফিরেছেন। এ বার তাঁদের মধ্যে কারও জায়গা হতে পারে সিনিয়র দলেও। তবে সবই সিদ্ধান্ত হবে এই শিবির শেষে।

Advertisement

শিবিরে যাঁরা ডাক পেলেন

ডিফেন্ডার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement