Virat Dependency

বিরাট নির্ভরতা সমস্যায় ফেলছে ভারতকে মনে করেন সৌরভ

বরং সৌরভের মতে ধোনি যদি চার নম্বরে ব্যাট করতে আসেন তা হলে বিরাট ফিনিশারের ভূমিকা নিতে পারবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১৮:০৮
Share:

মহেন্দ্র সিংহ ধোনিকে ব্যাট হাতে চার নম্বরেই দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। ফিনিশার ধোনিকে পেতে হলে যে তাঁকে শেষের দিকেই নামতে হবে তেমন কোনও যে কারণ নেই সেটাও মনে করিয়ে দিয়েছেন সৌরভ। মনে করা হত ফিনিশাররা ৪০ ওভারের পরই ব্যাট করতে নামবে। কিন্তু তেমনটা নয়। বরং সৌরভের মতে ধোনি যদি চার নম্বরে ব্যাট করতে আসেন তা হলে বিরাট ফিনিশারের ভূমিকা নিতে পারবে।

Advertisement

বৃহস্পতিবার সকালে সিএবিতে বসেই এই মন্তব্য করেন সৌরভ। তিনি বলেন, ‘‘ওকে চার নম্বরেই ব্যাট করতে দেওয়া উচিত। ওখানে ব্যাট করেই ও ফিনিশ করতে পারবে গেম। এর কোনও মানে নেই একজন ফিনিশারকে ৪০ ওভারের পরই ব্যাট করতে হবে। বিরাট তিন নম্বরে ব্যাট করে এবং ও গেম শেষ করে। এটা খুব ভুল ধারণা ফিনিশারকে পরে ব্যাট করতে নামতে হবে। চার ব্যাট করেই ধোনি ভারতকে সাফল্য এনে দিতে পারে।’’

গতকাল চতুর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৯ রানে হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। পাঁচ ম্যাচের সিরিজ এই মুহূর্তে ২-২। যে ম্যাচে ৪৫ রানে আউট হয়ে ফিরেছেন বিরাট কোহালি। তাঁর উপর অত্যধিক নির্ভরতা দলের ক্ষতি করছে বলেও মনে করেন সৌরভ। বলেন, ‘‘বিরাট দারুণ প্লেয়ার। কিন্তু আমার মনে হয় না দলের এতটা নির্ভর হয়ে পড়া উচিত। নিউজিল্যান্ড খুব ভাল দল। ওরা যে কয়েকটি ম্যাচ জিতবে সেটাই স্বাভাবিক।’’

Advertisement

আরও পড়ুন: এ বার থেকে চারেই ব্যাট করো ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন