Sports

স্মিথ অপরাজিত ১৭৮, ৪৫১-তে শেষ অস্ট্রেলিয়া

রাঁচী টেস্টে তাঁর দলে আসার কথাই নয়। মিচেল মার্শ চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় প্রথম একাদশে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর দলে ফিরেই জায়গা পাকা করে ফেললেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ১৩:০৮
Share:

প্রথম টেস্ট সেঞ্চুরি ম্যাক্সওয়েলের।

অস্ট্রেলিয়া ৪৫১/১০(১৩৭.৩ ওভার)

Advertisement

রাঁচী টেস্টে তাঁর দলে আসার কথাই নয়। মিচেল মার্শ চোট পেয়ে দলের বাইরে চলে যাওয়ায় প্রথম একাদশে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর দলে ফিরেই জায়গা পাকা করে ফেললেন তিনি। ফর্মের শিখরে থাকা অধিনায়ক স্মিথের সঙ্গে প্রায় ২০০ রানের পার্টনারশিপ গড়ে দলকে দুর্দান্ত জায়গায় পৌঁছে দিয়েছেন দ্বিতীয় দিনেই। শুক্রবার সকালে কেরিয়ারের প্রথম টেস্ট শতরান করলেন এই অজি ডানহাতি। তিনি আউট হলেও এখনও দাপটের সঙ্গেই খেলে চলেছেন স্টিভ স্মিথ। ইতিমধ্যেই ১৫০ পেরিয়েছেন তিনি।

১৪০ রানে ৪ উইকেট যাওয়ার পর থেকেই ম্যাচের রাশ নিজেদের দিকে নিয়ে নেন স্মিথ-ম্যাক্সওয়েল। একেবারে ম্যাড ম্যাক্স সুলভ ইনিংস না খেলে ১৮৫ বলে ১০৪ রান করেন তিনি। জাডেজার বলে তিনি যখন আউট হলেন, দলের রান তখন ৩৩১। ভারতের মাটিতে পঞ্চম উইকেটে অস্ট্রেলীয় রেকর্ডও করে ফেললেন এই জুটি। ভাঙলেন মাইকেল ক্লার্ক-ম্যাথু ওয়েডের বছর চারেকের পুরনো রেকর্ড।

Advertisement


স্মিথের ব্যাটে ঝড়।

ম্যাক্সওয়েল আউট হলেও নড়ানো যায়নি স্টিভ স্মিথকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে ভারতের মাটিতে সেরা স্কোরের রেকর্ড করে ফেললেন এ দিন। ভাঙলেন মাইকেল ক্লার্কের ১৩০ রানের রেকর্ড।

আরও পড়ুন: ঋদ্ধির বিনোদন, অশ্বিন কোণে মেঘ

ছবি: রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন