Sports News

করুণ নায়ার বাদ কেন, সোজা জবাব এড়িয়ে গেলেন বিরাট?

নায়ারকে বাদ দেওয়া নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল তার মূল কারণ ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে তাঁকে দলে রাখা হলেও একটিও ম্যাচ না খেলিয়ে দেশে ফেরানো হয়েছে। শেষ টেস্টে তাঁকে সুযোগ না দিয়ে দেওয়া হয়েছিল হনুমান বিহারীকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ১৬:৪৬
Share:

করুণ নায়ার ও বিরাট কোহালি।

করুণ নায়ারকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে না রাখা নিয়ে কম জলঘোলা হয়নি। অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সে প্রাক্তন হোক বা ক্রিকেট ভক্তেরা। এ বার সেই করুণ নায়ারকে নিয়েই মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। করুণ নায়ারকে বাদ দেওয়া নিয়ে যে জল্পনা তার জবাবে বিরাটের বক্তব্য, সব সিদ্ধান্ত এক জায়গা থেকে হয় না।

Advertisement

নায়ারকে বাদ দেওয়া নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছিল তার মূল কারণ ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে তাঁকে দলে রাখা হলেও একটিও ম্যাচ না খেলিয়ে দেশে ফেরানো হয়েছে। শেষ টেস্টে তাঁকে সুযোগ না দিয়ে দেওয়া হয়েছিল হনুমান বিহারীকে। নায়ারের পারফর্ম্যান্স না দেখেই পরের টেস্ট সিরিজে বাদ দেওয়াটা মেনে নিতে পারেননি অনেকেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগের দিন বিরাট বলেন, ‘‘এটা নিয়ে নির্বাচকরা ইতিমধ্যেই তাঁদের মতামত জানিয়েছেন, এটা আমার বলার জায়গা নয়। নির্বাচকরা তাঁদের কাজ করেছেন।’’

একই সঙ্গে নিজের কাজ সম্পর্কেও সাংবাদিকদের অবহিত করেছেন বিরাট। তিনি বলেন, ‘‘যখন একটা বিষয় নিয়ে বাকিরা কথা বলেছেন, তখন সেটা আবার এখানে উত্থাপন করা উচিৎ নয়। মুখ্য নির্বাচক ইতিধ্যেই এই বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন বলে আমি জানি। দল নির্বাচন আমার কাজ নয়। একটা দল হিসেবে আমাদের যা করার, আমরা সেটাই করব। সকলেই নিজেদের কাজ সম্পর্কে সচেতন।’’

Advertisement

আরও পড়ুন
পৃথ্বী শ-কে কেন বিস্ময় প্রতিভা বলা হত, জানেন কি?

নির্বাচন নিয়ে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের ভূমিকাও পরিষ্কার করেছেন কোহালি। তিনি বলেন, ‘‘সবাইকে এটা বুঝতে হবে, সব সময় একসঙ্গে সব জায়গায় সব কাজ হয় না। এটা একটা বড় সংশয় যে, আমরা ভেবে নিই সব কিছু এক জায়গা থেকে হচ্ছে। সেটা সত্যি নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন