নতুন প্রেসিডেন্টকে ব্লাটারের শুভেচ্ছাও বিতর্কিত

‘‘আমার কাজগুলো চালিয়ে যাওয়ার মতো গুণ আছে ইনফ্যান্টিনোর।’’ পূর্বসুরির শুভেচ্ছা তাঁর উত্তরসূরিকে। এই পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু সেই প্রাক্তনের নাম যদি হয় সেপ ব্লাটার আর তিনি যদি বর্তমান ফিফা প্রেসিডেন্টকে এই ভাষায় শুভেচ্ছা জানান, তা হলে তো ফুটবলপ্রেমীদের ভুরু কুঁচকোনোটাও হয়তো স্বাভাবিক। প্রায় দু’দশক ফিফা প্রেসি়ডেন্টের চেয়ার দখলে রাখার পরে কাঁটার মুকুট মাথায় বিদায় নিতে হয়েছে ব্লাটারকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৮
Share:

অতীত ও বর্তমান।

‘‘আমার কাজগুলো চালিয়ে যাওয়ার মতো গুণ আছে ইনফ্যান্টিনোর।’’

Advertisement

পূর্বসুরির শুভেচ্ছা তাঁর উত্তরসূরিকে।

এই পর্যন্ত ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু সেই প্রাক্তনের নাম যদি হয় সেপ ব্লাটার আর তিনি যদি বর্তমান ফিফা প্রেসিডেন্টকে এই ভাষায় শুভেচ্ছা জানান, তা হলে তো ফুটবলপ্রেমীদের ভুরু কুঁচকোনোটাও হয়তো স্বাভাবিক।

Advertisement

প্রায় দু’দশক ফিফা প্রেসি়ডেন্টের চেয়ার দখলে রাখার পরে কাঁটার মুকুট মাথায় বিদায় নিতে হয়েছে ব্লাটারকে। ঘুষ কেলেঙ্কারি, কাতার-রাশিয়াকে বিশ্বকাপ ‘উপহার’ দেওয়া, ফিফার বৈঠকেই তাঁর মু‌খে ডলার ছুড়ে মারা— নানা বিষাক্ত তিরে বিদ্ধ বিশ্ব ফুটবলের ‘বৃদ্ধ’ একনায়ক। যাঁর শাসনের শেষ দিকটা কেবল কেলেঙ্কারি-ই ফিফার শিরোনাম। ঘটনাচক্রে গতকাল ফিফা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে কলঙ্কিত এবং নির্বাসিত ব্লাটারের দেশজ জিয়ানি ইনফ্যান্টিনোর উপর।

উত্তরসুরিকে এ বার শুভেচ্ছা জানাতে গিয়েও বিতর্কে ব্লাটার। তাঁর জমানায় ‘কাজ’ বলতে তো ইদানীং শুধু খারাপ শিরোনাম-ই জুটেছে ফিফার। বিরাট অর্থের নয়-ছয়, বিশাল ঘুষ নিয়ে ভোট দেওয়া, ফিফা কর্তাদের গ্রেফতার— প্রায় প্রতিদিনই ফিফা কিছু না কিছু কারণে অভিযুক্ত। ব্লাটার নিজেও ফিফার ‘কাজ’-এ নির্বাসিত। যাঁর কিছু দিন আগেই অনৈতিক টাকা লেনদেনের জেরে ছ’বছর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এক মুখপাত্রের মাধ্যমে ব্লাটার অবশ্য এও বলেছেন, ‘‘জিয়ানি খুবই অভিজ্ঞ। প্রেসিডেন্ট নির্বাচনে ওর স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতা প্রমাণ দিচ্ছে ফিফাকে ঠিক সামলে নিতে পারবে। ফিফায় যে সংশোধনের নিয়মাবলী তৈরি করা হয়েছে সেগুলোকে এখন কার্যকর করা জিয়ানির আসল কাজ।’’

ইনফ্যান্টিনো ফিফা প্রধান হওয়ার পরে আবার ইংল্যান্ডও যেন নতুন করে স্বপ্ন দেখছে ভবিষ্যতে বিশ্বকাপ দেশে আনার ব্যাপারে। যারা মনে করে, ২০১৮ বিশ্বকাপের আয়োজন তাদের হাত থেকে কেড়ে নিয়ে ব্লাটার দিয়েছিলেন রাশিয়াকে। এফএ চেয়ারম্যান গ্রেগ ডাইক এ দিন বলেন, ‘‘জিয়ানি কোনও রাজনীতিবিদ নন, কোনও মহাতারকাও নন। এমন একজন মানুষ যাঁর সব কিছু ঠিক ভাবে সংগঠিত করার ক্ষমতা আছে। উনি উয়েফায় ভাল কাজ করেছেন। ফিফাতেও ভালই করবেন।’’

ইনফ্যান্টিনো ফিফা প্রেসিডেন্ট হওয়ায় আবার বাড়ি-সমস্যায় পড়েছেন ব্লাটার। প্রাক্তন প্রেসিডেন্টকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ফিফার তরফ থেকে তাঁকে দেওয়া বাড়ি ছেড়ে দিতে। এখন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রীতিমতো একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হল ব্লাটারকে। যার মধ্যে তিনি বাড়ি না ছাড়লে ভাড়া দিতে হবে বলে জানিয়েছে ফিফা।

প্রাক্তন ফুটবলাররা অবশ্য নিজেদের টুইটারে ইনফ্যান্টিনোর নির্বাচিত হওয়ার নানা স্বাদের প্রতিক্রিয়া দিয়েছেন। যাঁর স্বয়ং ইনফ্যান্টিনোর চ্যালেঞ্জার হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে সরে আসেন সেই লুইস ফিগো টুইট করেন, ‘বদল এলো। ফিফায় নতুন যুগ শুরু হল।’’ গ্যারি লিনেকারের আবার টুইট, ‘‘আমার কেন যেন মনে হচ্ছে, ইনফ্যান্টিনো মুখোশ খুলবে আর সেপ ব্লাটার বেরোবে।’’

এ দিকে, গোড়ার দিকে ফিফা প্রেসি়ডেন্ট পদপ্রার্থী এএফসি প্রেসিডেন্ট সলমন বিন ইব্রাহিমের পাশে দাঁড়ালেও নতুন নির্বাচিত প্রেসিডেন্টকে একশো শতাংশ সমর্থন জানিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেছেন, ‘‘ইনফ্যান্টিনোর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ভারতে ফুটবলকে সফল করতে চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন