Sports News

দিদিকে হারিয়ে, স্টেফির রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস

২৩তম গ্র্যান্ডস্লাম ট্রফিটি তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। তাও আবার নিজের দিদি ভেনাস উইলিয়ামসকে হারিয়ে। ভাঙলেন স্টেফিগ্রাফের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড। শনিবার দুপুরে অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে মুখোমুখি হয়েছিল উইলিয়ামস সিস্টার্স।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ১৫:৫৬
Share:

অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল শেষে বোন সেরেনাকে শুভেচ্ছা দিদি ভেনাসের। ছবি: রয়টার্স।

২৩তম গ্র্যান্ডস্লাম ট্রফিটি তুলে নিলেন সেরেনা উইলিয়ামস। তাও আবার নিজের দিদি ভেনাস উইলিয়ামসকে হারিয়ে। ভাঙলেন স্টেফিগ্রাফের ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড। শনিবার দুপুরে অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে মুখোমুখি হয়েছিল উইলিয়ামস সিস্টার্স। এই ম্যাচ ঘিরে টেনিস বিশ্বে উত্তেজনা ছিল তুঙ্গে। কে দেবে কাকে মাত? এই প্রশ্নই ঘুরছিল টেনিস বিশ্বের আকাশে। যদিও এগিয়ে ছিলেন সেরেনাই।

Advertisement

মেলবোর্ন পার্কে সেরেনা ৬-৪, ৬-৪এ হারিয়ে দিল ভেনাসকে। প্রায় এক ঘণ্টার ম্যাচে বোনের কাছে স্ট্রেট সেটে হারলেন ভেনাস। এই নিয়ে ২৯টি মেজর ফাইনাল খেললেন সেরেনা। অন্যদিকে, গত ন’বছরে কোনও গ্র্যান্ডস্লাম জেতেননি ভেনাস। এ বারও হল না। শেষ জিতেছিলেন ২০০৮এর উইম্বলডন। সেরেনার দখলে এল সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি। এই জয়ের সঙ্গে টেনিস র‌্যাঙ্কিংয়ে আবার এক নম্বরে উঠে আসার রাস্তা খুলে গেল সেরেনার সামনে। এই মুহূর্তে দু’নম্বরে রয়েছেন তিনি। শীর্ষে জার্মানির অ্যাঞ্জেলিক কের্বার।

আরও খবর: সেরিনার চাপ থাকলেও আজ ওকেই এগিয়ে রাখছি

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন