ফোর্স ইন্ডিয়াকে পোডিয়াম দিলেন পেরেজ

মোনাকোয় ফোর্স ইন্ডিয়াকে মরসুমের প্রথম পোডিয়াম দিলেন সের্জিও পেরেজ। রেস জয়ী মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং রেড বুলের ড্যানিয়েল রিকিয়ার্ডোর পিছনে মেক্সিকান শেষ করলেন তৃতীয় হয়ে। ফর্মুলা ওয়ানে এটা তাঁর ষষ্ঠ পোডিয়াম। টিম ফোর্স ইন্ডিয়ার চতুর্থ। ২০০৯-এ বেলজিয়ামে ফিসিকেলার দ্বিতীয় স্থানটা বাদ দিলে বাকি তিনটেই পেরেজের সৌজন্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০৩:৩৫
Share:

মোনাকোয় ফোর্স ইন্ডিয়াকে মরসুমের প্রথম পোডিয়াম দিলেন সের্জিও পেরেজ। রেস জয়ী মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং রেড বুলের ড্যানিয়েল রিকিয়ার্ডোর পিছনে মেক্সিকান শেষ করলেন তৃতীয় হয়ে। ফর্মুলা ওয়ানে এটা তাঁর ষষ্ঠ পোডিয়াম। টিম ফোর্স ইন্ডিয়ার চতুর্থ। ২০০৯-এ বেলজিয়ামে ফিসিকেলার দ্বিতীয় স্থানটা বাদ দিলে বাকি তিনটেই পেরেজের সৌজন্যে। উচ্ছ্বসিত মেক্সিকান বলেছেন, ‘‘এমন অভিজাত রেসে তৃতীয় স্থানটা অসম্ভব তৃপ্তির। আজ আবহাওয়ার কারণে রেসের পরিস্থিতি কঠিন ছিল। সব অতিক্রম করে পোডিয়াম টিমের জন্য দুর্দান্ত ব্যাপার। অসম্ভব খুশি আমি।’’ বৃষ্টিতে পিচ্ছিল স্ট্রিট সার্কিটে নিরাপত্তার কারণে রেস শুরুই হয় সেফটি কার-এর পিছনে। তবে শুরুর দিকে পর পর দুর্ঘটনায় পাল্টাতে থাকা সমীকরণ কাজে লাগিয়ে পেরেজ দ্রুত আট থেকে উঠে আসেন তৃতীয় স্থানে। সঙ্গে পর পর দু’বার রেসের দ্রুততম ল্যাপ করেন। যা ফোর্স ইন্ডিয়ার ভিএমজে গাড়ির সেরা টিমগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতার প্রমাণ। ভারতীয় টিমের নিকো হুল্কেনবার্গ ষষ্ঠ হওয়ায় রেসে তেইশ পয়েন্ট পেল ফোর্স ইন্ডিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন