Sports

কর ফাঁকির অভিযোগ, সানিয়া মির্জাকে সমন

পরিষেবা কর দফতর থেকে নোটিস পাঠানো হল সানিয়া মির্জাকে। হায়দরাবাদের পরিষেবা কর দফতর থেকে জারি করা এই নোটিসে অবশ্য নির্দিষ্ট কারণের উল্লেখ করা হয়নি। আগামী ১৬ তারিখ সানিয়া অথবা তাঁর কোনও প্রতিনিধিকে নথিপত্র-সহ দেখা করতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৪৬
Share:

বেকায়দায় টেনিস সুন্দরী। ছবি: এএফপি।

পরিষেবা কর দফতর থেকে নোটিস পাঠানো হল সানিয়া মির্জাকে। হায়দরাবাদের পরিষেবা কর দফতর থেকে জারি করা এই নোটিসে অবশ্য নির্দিষ্ট কারণের উল্লেখ করা হয়নি। আগামী ১৬ তারিখ সানিয়া অথবা তাঁর কোনও প্রতিনিধিকে নথিপত্র-সহ দেখা করতে বলা হয়েছে।

Advertisement

৬ ফেব্রুয়ারি তারিখের ওই নোটিসে বলা হয়েছে, ‘আমরা অর্থ আইনের ১৯৯৪ ধারায় আপনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। আপনাকে যাবতীয় তথ্য-সহ আমাদের দফতরে এসে দেখা করতে অনুরোধ করা হচ্ছে। ১৬ ফেব্রুয়ারি আপনি নিজে বা আপনার কোনও প্রতিনিধির মাধ্যমে আমাদের দফতরে এসে যোগাযোগ করুন। সে দিন আপনি বা আপনার প্রতিনিধি অনুপস্থিত থাকলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: মাঠে তৃপ্তি পেতে বিরাটের জীবন থেকে উধাও গরম রুটিও

Advertisement

সানিয়া বা তাঁর পরিবারের তরফে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন