সন্তোষ ফের সার্ভিসেসের

পঞ্চম খেতাব। টানা দু’বার চ্যাম্পিয়ন। সন্তোষ ট্রফি এখন যেন হয়ে উঠেছে সার্ভিসেসের একক আধিপত্য। রবিবার নাগপুরে ফাইনালে মহারাষ্ট্রকে ২-১ হারিয়ে সন্তোষ ট্রফি নিজেদের দখলে রেখে দিল সর্বভারতীয় সেনা দল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৩:২১
Share:

পঞ্চম খেতাব। টানা দু’বার চ্যাম্পিয়ন। সন্তোষ ট্রফি এখন যেন হয়ে উঠেছে সার্ভিসেসের একক আধিপত্য। রবিবার নাগপুরে ফাইনালে মহারাষ্ট্রকে ২-১ হারিয়ে সন্তোষ ট্রফি নিজেদের দখলে রেখে দিল সর্বভারতীয় সেনা দল।

Advertisement

অথচ ফাইনালের শুরুতেই মহম্মদ শাহবাজের গোলে এগিয়ে যায় মহারাষ্ট্র। কিন্তু প্রথমার্ধেই অর্জুন টুডুর জোড়া গোলের সৌজন্যে ২-১ করে ফেলে সার্ভিসেস। খেলার শেষের দিকে সেনাবাহিনীর হার্দিক কানোজিয়া লাল কার্ড দেখলেও তাতে ফাইনালের ফলের হেরফের ঘটেনি। জাতীয় ফুটবলের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় দলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। ম্যাচ শেষে সুনীল ছেত্রী-জেজেদের ব্রিটিশ কোচ বলেন, ‘‘দুটো দলই খুব খেটেছে। দ্বিতীয়ার্ধে মহারাষ্ট্রই বেশি সুযোগ তৈরি করেছিল। কাজে লাগালে হয়তো জিতেও যেত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন