ক্যানসারে আক্রান্ত ম্যানেজার অনুপ্রেরণা

রূপকথার এখানেই শেষ নয়। ৩-৩ হওয়ার পরে ফুটবলাররা ছুটে গেলেন এক মধ্যবয়স্ক ব্যক্তির দিকে। তিনি— সেভিয়া ম্যানেজার এদুয়ার্দো বেরিজ্জো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ০৩:৫৬
Share:

গুরু: সেভিয়ার অসুস্থ ম্যানেজার এদুয়ার্দো বেরিজ্জো। ছবি: রয়টার্স

কখনও কখনও মাঠের লড়াই মিশে যায় জীবনের লড়াইয়ের সঙ্গে। দুই অকল্পনীয় সংগ্রামের মিলন দেখা যায় কোনও বিশেষ মুহূর্তে।

Advertisement

যেমন হল মঙ্গলবার রাতে সেভিয়া বনাম লিভারপুল ম্যাচে। যে ম্যাচে একটা সময় ৩-০ এগিয়ে গিয়েছিল লিভারপুল। সেখান থেকে অবিশ্বাস্য ভাবে ৩-৩ করে দেয় স্পেনের ক্লাবটি।

রূপকথার এখানেই শেষ নয়। ৩-৩ হওয়ার পরে ফুটবলাররা ছুটে গেলেন এক মধ্যবয়স্ক ব্যক্তির দিকে। তিনি— সেভিয়া ম্যানেজার এদুয়ার্দো বেরিজ্জো। ম্যাচের আগেই ক্লাবের তরফে যাঁর সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল, বেরিজ্জো ক্যানসারে আক্রান্ত। যে রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রায় অলৌকিক প্রত্যাবর্তনের পরে ফুটবলারদের সঙ্গে তিনি যখন উৎসবে মেতেছেন, দেখে মনে হচ্ছিল মারণ রোগের ছায়া থেকে অন্তত কিছুটা সময়ের জন্যও যেন বেরিয়ে আসতে পেরেছেন সেভিয়া ম্যানেজার।

Advertisement

ম্যাচের বিরতিতে স্কোর ছিল লিভারপুল ৩ সেভিয়া ০। হাফটাইমে ড্রেসিংরুমে বেরিজ্জো কী বলেছিলেন, তা আপাতত জানা যায়নি। কিন্তু দেখা গেল, বিরতির পরে ম্যাচের ছবিটাই পাল্টে গিয়েছে। য়ুরগেন ক্লপের দল তখন কোনও মতে রক্ষণ সামলে যাচ্ছে আর সেভিয়ার একটার পর একটা আক্রমণ আছড়ে পড়ছে বিপক্ষের বক্সে। স্কোর যখন ২-৩, ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের পরে ‘ইনজুরি টাইম’ শুরু হয়ে গিয়েছে। সেই ‘ইনজুরি টাইম’-এর তিন মিনিটের মাথায় গুইদো পিজ্জারোর মারা শটটা জালে জড়িয়ে যায়।

একটা মুহূর্ত যেন সময় থমকে গিয়েছিল। তার পরেই পিজ্জারো ছুটে যান তাঁর ম্যানেজারের দিকে। সঙ্গে পুরো টিম। ম্যাচের আগে ক্লাবের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, ‘‘ক্লাব পুরোপুরি ম্যানেজারের সঙ্গে আছে। পরবর্তী পরীক্ষার পরে ঠিক করা হবে চিকিৎসা কোন দিকে এগোবে।’’

মাঠে তাঁর দল যে অলৌকিক প্রত্যাবর্তন দেখিয়েছে, সেটা কি বেরিজ্জোর জীবনে ঘটবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন