Shefali Verma

অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়া শেফালি বয়স নিয়ে ভাবেন না

শুরুটা ধীরে করলেও উইকেটের চরিত্র বুঝে নিয়ে বড় শট খেলতে থাকেন শেফালি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৮:৪৭
Share:

শেফালি বর্মা ফাইল চিত্র

বয়স মাত্র ১৭। এর মধ্যেই টেস্টে অভিষেক। ভারতের মহিলা ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে আবারও সকলকে চমকে দিয়েছেন শেফালি বর্মা। তবে নিজের বয়স নিয়ে ভাবতে নারাজ শেফালি। তিনি বলেন, ‘‘এই ধরনের বড় ম্যাচ খেলতে নামলে আমি আত্মবিশ্বাসী থাকি। তখন নিজের বয়স নিয়ে একেবারেই ভাবি না।’’

Advertisement

শুরুটা ধীরে করলেও উইকেটের চরিত্র বুঝে নিয়ে বড় শট খেলতে থাকেন শেফালি। প্রথম ভারতীয় হিসেবে অভিষেক ম্যাচে ন্যাট স্কেভিয়ারের বলে ছয় মারেন তিনি। ভারতের ওপেনার বলেন, ‘‘আমি আমার দলকে সাহায্য করার কথা চিন্তা করি সবসময়। আমি আমার স্বাভাবিক খেলাই খেলেছি।’’

স্মৃতি মন্ধানা ও তাঁর জুটিতে ওঠে ১৬৭ রান। যা ভারতের ওপেনিং জুটি হিসেবে সর্বোচ্চ। উইকেটে টিকে থাকাই ছিল দুই ব্যাটসম্যানের প্রাথমিক লক্ষ্য। শেফালি বলেন, ‘‘আমরা বাজে বলে শট খেলেছি। আর একে অন্যকে সাহায্য করে গিয়েছি। উইকেট পড়তে না দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভাল। এটাই আমাদের জুটি তৈরি করতে সাহায্য করে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement