Sports News

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড শামি

গত বছরও শামি তাঁর কন্যা সন্তানের জন্মদিনের ছবি পোস্ট করেছিলেন স্ত্রীর সঙ্গে সেখানে তাঁর স্ত্রীর পরনে হিজাব ছিল না। তা নিয়েও ট্রোলড হতে হয়েছিল শামিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ১৭:৫১
Share:

এই ছবি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন মহম্মদ শামি। ছবি: শামির টুইট থেকে।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ট্রোলড হতে হল মহম্মদ শামিকে। শামি যে ছবিটি দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন সেটা ছিল একটি শিবলিঙ্গের ছবি। যা ফুল দিয়ে সাজানো ছিল। সঙ্গে লেখা ছিল ২০১৮। এর পরই ট্রোলড হতে শুরু করেন তিনি।

Advertisement

কেন শামি শিব লিঙ্গের ছবি দিয়েছেন, তা নিয়েও উঠতে থাকে প্রশ্ন। সেখানে কেউ লেখেন, ‘আমি শামিকে ঘৃণা করি’। আবার কেউ লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা জানানোনর সঙ্গে সঙ্গে শিব লিঙ্গকেও নিজের বানিয়ে নিলে।’’ কারও পোস্ট, ‘‘একটু তো লজ্জা কর।’’ এভাবেই ছেয়ে যায় শামির শুভেচ্ছাবার্তা।

গত বছরও শামি তাঁর কন্যা সন্তানের জন্মদিনের ছবি পোস্ট করেছিলেন স্ত্রীর সঙ্গে সেখানে তাঁর স্ত্রীর পরনে হিজাব ছিল না। তা নিয়েও ট্রোলড হতে হয়েছিল শামিকে। সেখানে দাবি করা হয়েছিল জন্মদিন পালনটা ইসলাম বিরোধি। এ বার অবশ্য পরে সেই টুইট তুলে নেন শামি।

Advertisement

আরও পড়ুন
কেকেআর থেকে বাদ সাকিব, নাম উঠবে নিলামে

দেখুন টুইট

দেখুন টুইট 😂😂

দেখুন টুইট 😂😂

দেখুন টুইট

দেখুন টুইট 😂😂

দেখুন টুইট

দেখুন টুইট 😂😂

দেখুন টুইট

দেখুন টুইট 😂😂

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement