Shane Warne

Ashes: পানশালায় ওয়ার্নের গুগলিতে আউট ভন, দেখুন ভিডিয়ো

ওয়ার্নের বলে ‘ব্যাট’ ছোঁয়াতে পারলেন না ভন। নেটমাধ্যমে এই বলের ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার্ন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ২৩:৪১
Share:

ওয়ার্নের বলে আউট ভন ইনস্টাগ্রাম

প্রায় ১৫ বছর আগে ক্রিকেট ছেড়েছেন। তবুও তাঁর বোলিং যে এখনও সমান কার্যকরী তা আরও একবার বুঝিয়ে দিলেন শেন ওয়ার্ন। মজার ছলে এক পানশালায় ‘নাইট অ্যাসেজ’ খেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার। সামনে তখন ব্যাট হাতে দাঁড়িয়ে মাইকেল ভন। হাতে ব্যাট ছিল না ঠিকই, তবে ছিল বিয়ারের বোতল। সেটাকেই ব্যাট বানিয়ে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সেখানেই ওয়ার্নের বলে ‘ব্যাট’ ছোঁয়াতে পারলেন না ভন। নেটমাধ্যমে এই বলের ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার্ন। সেই সময় উপস্থিত ছিলেন জো রুট, ড্যারেন গফরাও। তবে তাঁরা ছিলেন দর্শকের ভূমিকায়।

Advertisement

‘নাইট অ্যাসেজ’-এর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভন এবং ওয়ার্ন মাঠের মধ্যে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে যে তাঁদের দারুণ সম্পর্ক, তা আরও একবার প্রমাণিত হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement