Sports News

রাজস্থান রয়্যালসে ফিরছেন শেন ওয়ার্ন

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে তিনি নিজের আইপিএল-এ ফেরার কথা ঘোষণা করলেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি কথা দিয়েছিলাম বড় কিছু ঘোষণা করব। আমি এই মরসুমের আইপিএল-এ রাজস্থান রয়্যালসে টিম মেন্টর হিসেবে যোগ দিচ্ছি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৪
Share:

রাজস্থান রয়্যালসে ফিরলেন শেন ওয়ার্ন। —ফাইল চিত্র।

রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে আইপিএল-এ ফিরলেন শেন ওয়ার্ন। তাঁর অধিনায়কত্বেই প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। সেই স্মৃতি নিয়েই আবার তাঁর পুরনো দলে ফিরছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন লেগ স্পিনার। আগেই বলেছিলেন খুব দ্রুত আইপিএল নিয়ে কিছু ঘোষণা করবেন। সেই মতো কথা রাখলেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে তিনি নিজের আইপিএল-এ ফেরার কথা ঘোষণা করলেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি কথা দিয়েছিলাম বড় কিছু ঘোষণা করব। আমি এই মরসুমের আইপিএল-এ রাজস্থান রয়্যালসে টিম মেন্টর হিসেবে যোগ দিচ্ছি। রয়্যালসের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। মুখিয়ে রয়েছি ফিরে যাওয়ার জন্য।’’

স্মৃতির পথে হেঁটে ওয়ার্ন আরও বলেন, ‘‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। বিশেষ করে ২০০৮। আইপিএল-এর অভিষেক বছরেই আমরা জিতেছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘ভারতের সমর্থকরা সব সময়ই আমার পাশে থেকেছে আমার পুরো কেরিয়ারে। কিন্তু ২০০৮-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলে যে সমর্থন পেয়েছি সেটা অনবদ্য।’’

Advertisement

আরও পড়ুন
পঞ্চম ওডিআই ম্যাচে কি লেগ স্পিন করবেন ধোনি?

দেখুন শেন ওয়ার্নের ভিডিও

দেখুন শেন ওয়ার্নের ভিডিও ! গড়াপেটার অভিযোগ কাটিয়ে দু’বছর পর আবার আইপিএলএ ফিরেছে রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের মতে দারুণ দল তৈরি করেছে রাজস্থান। তাঁর বিশ্বাস ২০১৮তে ভাল করবে তাঁর দল। নিজের পুরনো দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ওয়ার্ন। তাঁর বিডিও বার্তায় সেই খুশি ধরা পড়েছে। রাজস্থানই এ বার সব থেকে বেশি দামে কিনে নিয়েছে বেন স্টোকস ও জয়দেব উনাদকট। এ ছাড়া স্টিভ স্মিথ অজিঙ্ক রাহানের মতো প্লেয়াররাও রয়েছেন।

!

গড়াপেটার অভিযোগ কাটিয়ে দু’বছর পর আবার আইপিএলএ ফিরেছে রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্নের মতে দারুণ দল তৈরি করেছে রাজস্থান। তাঁর বিশ্বাস ২০১৮তে ভাল করবে তাঁর দল। নিজের পুরনো দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ওয়ার্ন। তাঁর বিডিও বার্তায় সেই খুশি ধরা পড়েছে। রাজস্থানই এ বার সব থেকে বেশি দামে কিনে নিয়েছে বেন স্টোকস ও জয়দেব উনাদকট। এ ছাড়া স্টিভ স্মিথ অজিঙ্ক রাহানের মতো প্লেয়াররাও রয়েছেন।

দেখুন শেন ওয়ার্নের ভিডিও !

শেন ওয়ার্নকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করল রাজস্থান রয়্যালস টিম।

দেখুন রাজস্থান রয়্যালসের ভিডিও

দেখুন রাজস্থান রয়্যালসের ভিডিও ' !!! 👑 ’ 💪🔥

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন