অবসর ওয়াটসনের

আর টেস্ট ক্রিকেট নয়। সিদ্ধান্ত নিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। ৩৪ বছর বয়সি এই তারকা ক্রিকেটার দশ বছরের টেস্ট জীবন শেষ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন রবিবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৩
Share:

আর টেস্ট ক্রিকেট নয়। সিদ্ধান্ত নিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। ৩৪ বছর বয়সি এই তারকা ক্রিকেটার দশ বছরের টেস্ট জীবন শেষ করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন রবিবার। বলেন, ‘‘মাস খানেক ধরে ভেবেছি। তার পর সিদ্ধান্ত নিলাম। ছোট ফর্ম্যাটের ক্রিকেট খেলব অবশ্য।’’ অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট খেলেছেন ওয়াটসন। একটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন। টেস্ট ক্রিকেটে ৩,৭৩১ রান রয়েছে তাঁর। নিয়েছেন ৭৫ উইকেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement