ডান হাতে চোট ধবনের, বাদ পড়লেন টেস্ট সিরিজ থেকে

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর আরও একটা বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। ডান হাতে চোটের কারণে বাকি টেস্ট ম্যাচগুলিতে খেলতে পারবেন না শিখর ধবন। প্রথম টেস্টে ডান হাতে চোট পান তিনি। তার পর তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। চিকিত্সকরা জানান, ধবনের হাতে হেয়ারলাইনস্ ফ্র্যাকচার হয়েছে। সোমবার বিসিসিআই-এর প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়। সেখানে আরও বলা হয়, ধবনের সুস্থ হয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ১৮:২৪
Share:

ছবি: রয়টার্স।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর আরও একটা বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। ডান হাতে চোটের কারণে বাকি টেস্ট ম্যাচগুলিতে খেলতে পারবেন না শিখর ধবন। প্রথম টেস্টে ডান হাতে চোট পান তিনি। তার পর তাঁর ডাক্তারি পরীক্ষা হয়। চিকিত্সকরা জানান, ধবনের হাতে হেয়ারলাইনস্ ফ্র্যাকচার হয়েছে। সোমবার বিসিসিআই-এর প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়। সেখানে আরও বলা হয়, ধবনের সুস্থ হয়ে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে।

Advertisement

গলে প্রথম টেস্টে প্রথম ইনিংসে শতরান করেছিলেন ধবন। তাঁর হাতের আঘাত ভারতীয় শিবিরের জন্যও একটা বড় আঘাত। প্রথম টেস্টে যে ভাবে ব্যাট করেছিলেন তিনি, বাকি ম্যাচগুলোতে তাঁর অনুপস্থিতি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।

চোট-আঘাত জর্জরিত ভারতীয় শিবিরে মুরলী বিজয় আগেই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দলের বাইরে। এ বার ধবন সেই চোট সমস্যা নিয়েই দলের বাইরে চলে গেলেন। যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মুরলী আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। আগামী বৃহস্পতিবার পি সারা ওভাল দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে তাঁর আরও একবার ফিটনেস টেস্ট নেওয়া হবে।

Advertisement

ঘটনাচক্রে দুই ওপেনারই চোটের কারণে দলের বাইরে। এক জন মুরলী বিজয় এবং দ্বিতীয় জন শিখর ধবন। মুরলীর পরিবর্তে ওপেন করার জন্য লোকেশ রাহুলকে দলে আনা হয়। এ বার ধবন দল থেকে ছিটকে যাওয়ায় কে আসবেন সেখানে, সেটা নিয়ে জল্পনা চলছে। মুরলী সুস্থ হলেও পুরোপুরি ফিট নন। আবার চেতেশ্বর পূজারার ওপেন করার অভিজ্ঞতাও রয়েছে কয়েকটি ম্যাচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন