Cricket

আমাকে ওরা ডন অব ক্রিকেট বলে! টুইটারে লিখে তুমুল বিদ্রুপের মুখে শোয়েব

ক্রিকেটপ্রেমীরা সচিন তেন্ডুলকরের হাতে পাকিস্তান বোলিংয়ের চুরমার হওয়ার ছবি তুলে ধরলেন টুইটারে। পোস্ট করা হল ভিডিয়োও। তুমুল বিদ্রুপের মুখে পড়লেন শোয়েব আখতার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১৮:২০
Share:

শোয়েবকে মনে করিয়ে দেওয়া হল সচিনের কথা।

টুইটারে নিজেকে ‘ডন অব ক্রিকেট’ বলে চিহ্নিত করেছিলেন। আর যায় কোথায়! সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ট্রোলড হলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার।

Advertisement

ক্রিকেটপ্রেমীরা সচিন তেন্ডুলকরের হাতে পাকিস্তান বোলিংয়ের চুরমার হওয়ার ছবি তুলে ধরলেন টুইটারে। পোস্ট করা হল ভিডিয়োও। যেখানে ২০০৩ বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরিয়নে শোয়েবকে ছয় মারছেন মুম্বইকর। সেই ম্যাচে ৭৫ বলে ৯৮ করেছিলেন সচিন। ভারত জিতেছিল ছয় উইকেটে। কেউ আবার তুলে ধরলেন ম্যাচের একসময়ে শোয়েবের বোলিং গড়।

প্রসঙ্গত, ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ হিসেবে চিহ্নিত শোয়েব গত মাসেই ছেড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের উপদেষ্টার পদ। ফেব্রুয়ারিতে তাঁকে এই পদে এনেছিলেন তত্কালীন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। টুইট করে পদত্যাগ করেছিলেন তিনি। এ বার টুইটারে লিখেছেন, "আমাকে ওরা ডন অব ক্রিকেট বলে!" আর তার পরই তুমুল বিদ্রুপের মুখে পড়লেন তিনি।

Advertisement

আরও পড়ুন: আরও সমস্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অভিযোগের তালিকায় নয়া ৩​

আরও পড়ুন: ডিসেম্বরে কাশ্যপকেই বিয়ে করছি, স্বীকার করলেন সাইনা​

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ একদিনের ম্যাচ ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন আখতার। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৪০০ উইকেটেরও বেশি। সেরা সময়ে বিশ্বের দ্রুততম বোলারদের অন্যতম হিসেবে চিহ্নিত হতেন তিনি। এখন ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। সদ্যসমাপ্ত এশিয়া কাপেও শোয়েবকে এই ভূমিকায় দেখা গিয়েছে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন