2020 Tokyo Olympics

টোকিয়া অলিম্পিক্সের তিন মাস আগেই করোনার টিকা নিয়ে নিলেন মনু ভাকের

আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে তিনি ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৮:৩৪
Share:

টিকা নিচ্ছেন মনু। ছবি টুইটার

আসন্ন টোকিয়ো অলিম্পিক্সে তিনি ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনা। প্রতিযোগিতার তিন মাস আগে নিজেকে নিরাপদে প্রস্তুত করার লক্ষ্যে কোভিড প্রতিষেধক নিলেন শুটার মনু ভাকের। বুধবার হরিয়ানার ঝাঝরের একটি সরকারি হাসপাতালে টিকা নেন তিনি।

Advertisement

নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন ১৯ বছর বয়সী মনু। শুধু তিনি নন, তাঁর বাবা-মাও একই জায়গা থেকে করোনা-টিকা নিয়েছেন। জানা গিয়েছে, প্রত্যেককেই কোভিশিল্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অলিম্পিক্সগামী প্রত্যেককেই টিকা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এ ক্ষেত্রে বয়স কোনও বাধা নেই। ভারতের হয়ে বিশ্বকাপ, যুব অলিম্পিক্স এবং কমনওয়েলথ গেমসে সোনা জেতা মনু টিকা নেওয়ার পরেই প্রত্যেক ভারতীয়কে সচেনতার বার্তা দিয়েছেন।

Advertisement

এক ভিডিয়োতে তিনি বলেছেন, “প্রত্যেকে দয়া করে কোভিডের নিয়ম মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত ধোন এবং স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। যত দ্রুত সম্ভব টিকা নিয়ে নিন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement