Sports News

দেশের হয়ে যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত শ্রেয়াস আইয়ার

সেঞ্চুরির কথা মাথায় রেখেই সিনিয়র দলের হয়ে যে কোনও জায়গায় ব্যাট করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। শ্রেয়াস আইয়ারের বিশ্বাস তিনটি টি২০ ম্যাচের মধ্যে একটিতে তিনি সুযোগ পাবেনই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৯:০০
Share:

শ্রেয়াস আইয়ার। —ফাইল চিত্র।

বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা ‘এ ’ দলের বিরুদ্ধে ভারতের হয়ে সেঞ্চুরি এসেছে। ব্যাট হাতে দারুণ সফল। যা নজর কেড়ে নিয়েছিল নির্বাচকদের। যার ফল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে সিনিয়র দলে জায়গা ফিরে পাওয়া। আর নিজের জায়গা পোক্ত করতে এই মুহূর্তে যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত শ্রেয়াস আইয়ার। বুধবার প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন শ্রেয়াস। গত দু’বছর ধরে আইপিএল-এও সাফল্য এসেছে। যার ফলেই জায়গা হয়েছে টি২০ দলে। শ্রেয়াস বলেন, ‘‘এটা আমার জন্য খুব ভাল ছিল। আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শুরুটা ভাল করেও বড় রান পাচ্ছিলাম না।’’

Advertisement

আরও পড়ুন

সুরেশ রায়নার পাস ওয়ার্ড চাইলেন মায়ান্তি

Advertisement

ফিরোজ শাহ কোটলায় অনন্য সম্মান সহবাগকে

কিন্তু ফাইনালেই নিজেকে ফিরে পেয়েছিলেন শ্রেয়াস। ব্যাট থেকে এসেছিল বড় রান। বলেন, ‘‘ওটা বড় ম্যাচ ছিল। সেঞ্চুরিটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। যখন তোমার খেলা দলের কাজে লাগে তখন দলের কাছেও গুরুত্ব পাওয়া যায়।’’ আর সেই সেঞ্চুরির কথা মাথায় রেখেই সিনিয়র দলের হয়ে যে কোনও জায়গায় ব্যাট করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন তিনি। বলেন, ‘‘আমি মনে করি আমি মানিয়ে নিতে পারি। যে কোনও জায়গায় ব্যাট করতেও কোনও সমস্যা নেই। এই বছরের আইপিএল-এ আমি বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। চার থেকে তিনে ব্যাট করেছি। আমি আদৌ স্বচ্ছন্দ কি না সেটাও বড় বিষয় নয়।’’

অনুশীলনে ভারতীয় ক্রিকেট দল। ছবি: এএফপি।

এর সঙ্গেই জুড়ে দিলেন, ‘‘নম্বর যাই হোক না কেন, যদি আমি খেলার সুযোগ পাই, তা হলে চেষ্টা করি নিজের সেরাটা দিতে।’’ মঙ্গলবার অপশনাল প্র্যাকটিস সেশন ছিল। যে কারণে অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মা, অক্ষর পটেস। জসপ্রীত বুমরাহ ও ভুবেনশ্বর কুমার। শ্রেয়াস আইয়ারের বিশ্বাস তিনটি টি২০ ম্যাচের মধ্যে একটিতে তিনি সুযোগ পাবেনই। বলেন, ‘‘আমি প্রথম একাদশে খেলার ব্যাপারে আশাবাদী। তিনটি ম্যাচ রয়েছে তার একটিতেও খেলার সুযোগ পেলেই সেটা আমার জন্য দারুণ খবর।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন