নাইটদের সহকারী কোচ হলেন সাইমন কাটিচ

আইপিএলের আগামী মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার সাইমন কাটিচ। প্রিমিয়ার লিগের নবম সংস্করণের জন্য কোচ হিসাবে এর আগেই জাক কালিসের নাম চূড়ান্ত করেছিল নাইট শিবির।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৭:৪৩
Share:

আইপিএলের আগামী মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার সাইমন কাটিচ। প্রিমিয়ার লিগের নবম সংস্করণের জন্য কোচ হিসাবে এর আগেই জাক কালিসের নাম চূড়ান্ত করেছিল নাইট শিবির।

Advertisement

কাটিচকে অভিনন্দন জানিয়ে কালিস বলেন, “নাইট শিবিরে কাটিচকে স্বাগত। এটা নিঃসন্দেহে আমাদের দলকে আরও শক্তিশালী করে তুলবে। কাটিচের বিরুদ্ধে আমি প্রচুর ম্যাচ খেলেছি। যে কোনও কঠিন ম্যাচকে সহজ করে নেওয়ার ক্ষমতা রয়েছে কাটিচের। এক সঙ্গে আমরা পরের বছরও দলকে চ্যাম্পিয়ন করতে পারব বলেই আশা করি।”

অস্ট্রেলিয়ার হয়ে ৫৬টি টেস্ট খেলা কাটিচ গত বছরেও বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে টি২০ খেলেছেন। ২০১৪ সালে দলকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করে অবসর নেন তিনি। কাটিচের অন্তর্ভুক্তির কথা জানিয়ে নাইট কর্তা ভেঙ্কি মাইসোর বলেন, “সাইমন আসায় টিম কেকেআর আরও শক্তিশালী হল। ওর অভিজ্ঞতা দলের প্রত্যেকের কাজে লাগবে বলে আশা করি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement