গড়াপেটায় অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ল এক ভারতীয়র নাম। রাজেন্দ্র আর কুরুসামি, সিঙ্গাপুরের বাসিন্দা হলেও আদতে ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে মালয়েশিয়া বনাম তিমর লেস্টে ফুটবল ম্যাচ গড়াপেটার। এই ঘটনায় চার জনের নাম পাওয়া গিয়েছে। অভিযোগ, ৫৫ বছরের কুরুসামি ম্যাচ হারার জন্য পনেরো হাজার সিঙ্গাপুর ডলার দেন তিমর লেস্টে টিমের ম্যানেজার ওরলান্দো মারকিউয়িসকে।

Advertisement

সংবাদ সংস্থা

সিঙ্গাপুর শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০৩:০৭
Share:

ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে পড়ল এক ভারতীয়র নাম। রাজেন্দ্র আর কুরুসামি, সিঙ্গাপুরের বাসিন্দা হলেও আদতে ভারতীয় বংশোদ্ভূত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমসে মালয়েশিয়া বনাম তিমর লেস্টে ফুটবল ম্যাচ গড়াপেটার।
এই ঘটনায় চার জনের নাম পাওয়া গিয়েছে। অভিযোগ, ৫৫ বছরের কুরুসামি ম্যাচ হারার জন্য পনেরো হাজার সিঙ্গাপুর ডলার দেন তিমর লেস্টে টিমের ম্যানেজার ওরলান্দো মারকিউয়িসকে। যিনি তিমর লেস্টে ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরও। বাকি দুই অভিযুক্তের একজন তিমর লেস্টের প্রাক্তন ফুটবলার ময়িসেস নাতালিনো দে জেসাস। অন্য জন ইন্দোনেশিয়ার বাসিন্দা নাসিরুদ্দিন।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশ নিয়ে মিনি অলিম্পিকের আসর বসে দু’বছর অন্তর। এই টুর্নামেন্টটি আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদিত। মোট ৩৬ ধরনের খেলা আছে এই টুনার্মেন্টে। ৪০২টি ইভেন্ট। ফুটবল এই টুর্নামেন্টের আকর্ষণীয় একটি অংশ। এই ফুটবলেই ম্যাচ গড়াপেটার ভ্রুকুটি।

Advertisement

ম্যাচ গড়াপেটা কাণ্ডের সঙ্গে জড়িত চার জন অভিযুক্তকে শনিবারই গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। এ দিন তাঁদের আদালতেও তোলা হয়। সরকারি উকিলের আবেদন অনুযায়ী আরও এক সপ্তাহ এই চার জনকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে সিঙ্গাপুর গোয়েন্দারা এই দুর্নীতি তদন্তের জন্য আরও কিছুটা সময় পান। সরকারি উকিলের দাবি, এর পেছনে আরও অনেক নাম জড়িয়ে আছে। এই চার জনের গ্রেফতার হওয়াটা তদন্তের ছোট একটা পদক্ষেপ। ৫ জুন আবার চার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে এঁদের পাঁচ বছরের জেল এবং এক লক্ষ সিঙ্গাপুর ডলার করে জরিমানা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন