কথা বলতে পারছেন ফার্গুসন

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুখে আকস্মিকভাবে আক্রান্ত হওয়ায় গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ০৪:১৮
Share:

জ্ঞান ফিরেছে স্যর আলেক্স ফার্গুসনের। দ্রুত আরোগ্যের লক্ষণও দেখা যাচ্ছে কিংবদন্তি কোচের। এখনও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকলেও তিনি উঠে বসে আত্মীয়, বন্ধুদের সঙ্গে অল্প-অল্প কথাও বলছেন বলে দাবি ইংল্যান্ডের সংবাদমাধ্যমের।

Advertisement

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুখে আকস্মিকভাবে আক্রান্ত হওয়ায় গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রায় সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচরাও হয় ফার্গুসনের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল। ডাক্তারেরা নাকি ফার্গুসনের আত্মীয়দের জানিয়েছেন, আগামী বেশ কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও অনেক দিন লেগে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন