ক্রিকেটের ক্রোড়পতি লিগ: টুকরো খবর 

হতাশ গম্ভীর, ধোনিদের জন্য রান্না ডুপ্লেসির

বিপক্ষ দল রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করার সময় যা পরিকল্পনা করেছিলেন তাঁরা, সেটা মাঠে প্রয়োগ করতে পেরে খুশি তিনি।

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ০৩:৪৬
Share:

স্নেহ: মেয়েকে নিয়ে পঞ্জাব ম্যাচ খেলতে চণ্ডীগড়ে পৌঁছলেন ধোনি। ছবি: টুইটার

গম্ভীর যখন হতাশ

Advertisement

• বিপক্ষ দল রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করার সময় যা পরিকল্পনা করেছিলেন তাঁরা, সেটা মাঠে প্রয়োগ করতে পেরে খুশি তিনি। তবে বৃষ্টির জন্য যে ভাবে তাঁদের সামনে কঠিন লক্ষ্য দাঁড়িয়েছিল, তাতে হতাশ তিনি— দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর। ‘‘ছ’ওভারে ৭১ রানের লক্ষ্য। প্রথম বল থেকেই আমাদের চালিয়ে খেলতে হত। তাও মাত্র দু’ওভার পাওয়ার প্লে। ওখানেই তো কাজটা কঠিন হয়ে গিয়েছিল,’’ বলেন গম্ভীর। রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩-৫ তুলেছিল। তার পরেই বৃষ্টি নামে। পরে যখন ম্যাচ শুরু হয়, ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দিল্লি ডেয়ারডেভিলসের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ছ’ওভারে ৭১ রান। দিল্লি হেরে যায় ১০ রানে।

অ্যাঙ্গাসের সমর্থন

Advertisement

• ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে যে সব ক্রিকেটার খেলছেন তাঁদের আইপিএলে আরও বেশি করে খেলার সুযোগ দেওয়া উচিত। মনে করছেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার অ্যাঙ্গাস ফ্রেজার। মিডলসেক্স কাউন্টি ক্লাবের ক্রিকেট কর্তা অ্যাঙ্গাস বলেছেন, তাঁদের কোনও ইচ্ছে নেই আইপিএলে খেলতে চাওয়া ক্রিকেটারদের বাধা দেওয়ার। তিনি বলেছেন, ‘‘এই বিষয়টায় আমরা খুব খোলামেলা। এখনকার দিনে ক্রিকেট মানে টেস্ট, আন্তর্জাতিক ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং আইপিএল। আমিও আইপিএলে খেলতে চাইতাম। সেটা শুধু প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে বলেই নয়, এই দারুণ অভিজ্ঞতাটা পাওয়ার জন্য। যাতে ভবিষ্যতে বলতে পারি, আমিও আইপিএলে খেলেছি।’’

রাঁধুনি ফ্যাফ ডুপ্লেসি

• দু’ম্যাচে দুটো জয়। চেন্নাই সুপার কিংস দু’বছর পরে আইপিএলে ফিরেই দুরন্ত ছন্দে। অবশ্য ঘরের মাঠের ম্যাচ পুণেতে সরে যাওয়ায় দলের অনেক ক্রিকেটারই হতাশ। সেই ধাক্কা কাটিয়ে ওঠার জোর চেষ্টায় মহেন্দ্র সিংহ ধোনিরা। এর মধ্যেই অন্য ভূমিকায় দেখা গেল ফ্যাফ ডুপ্লেসিকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে খালি গায়ে দেখা গেল সিএসকে-র সতীর্থদের জন্য রান্না করছেন। এ রকমই একটি ভিডিয়ো পোস্ট করেছেন হরভজন সিংহ। হরভজন ভিডিয়ো পোস্ট করে বলেছেন, ‘‘আমাদের নতুন রাঁধুনির সঙ্গে পরিচয় করুন আপনারা।’’

নজরে নেতা অশ্বিন

• চলতি আইপিএলে বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক আর অশ্বিন। চেন্নাই সুপার কিংস ছেড়ে তিনি এ বার অন্য কিংসের ডেরায়। পঞ্জাব সুপার কিংসে। তাও আবার অধিনায়কের জার্সিতে। যাঁর নেতৃত্বে প্রথম ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ছ’উইকেটে জিতেছে পঞ্জাব। মরসুমের শুরু থেকেই বোলার অধিনায়ক চেয়েছেন পঞ্জাবের কোচ বীরেন্দ্র সহবাগ। তার সুফল পাচ্ছে দল। তবে এক জন বোলার অধিনায়ক থাকায় কতটা লাভ হবে, সে বিষয়ে এখনই মন্তব্য করতে চাইলেন না ডেভিড মিলার। তিনি বলেছেন, ‘‘একটি ম্যাচের পরেই অশ্বিনের নেতৃত্ব নিয়ে কিছু বলা ঠিক হবে না। তবে ওর নেতৃত্বে খেলতে ভাল লেগেছে। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন