Sports News

সনি নর্ডির মোহনবাগানে ফেরা নিশ্চিত হয়ে গেল

ফিরলেন মোহনবাগানে। ২০১৮-১৯ মরসুমে‌র জন্য আবার মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সনি। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সনির আগমনবার্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৬:৩৬
Share:

সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত মোহনবাগানেই আসছেন সনি নর্ডি। ব্যারেটো পরবর্তী সময়ে তিনিই একমাত্র বিদেশি যাঁকে নিয়ে আবেগে ভেসেছে সবুজ-মেরুন জনতা। গত মরসুমের পর চোখের জলে প্রিয় ক্লাবকে বিদায় জানিয়েছিলেন সনি। কিন্তু বেশিদিন দূরে থাকতে পারলেন না। ফিরলেন মোহনবাগানে। ২০১৮-১৯ মরসুমে‌র জন্য আবার মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সনি। ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সনির আগমনবার্তা।

Advertisement

এই মুহূর্তে মায়ামিতে রয়েছেন সনি। আজই ভিসার জন্য আবেদন জানাবেন তিনি। তার পর বাকি সব মিটিয়ে কতদিনে কলকাতায় পৌঁছতে পারবেন সনি তা নিয়ে এখনই কিছু না বলতে পারলেও দ্রুত তাঁকে উড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে। যাতে দলের সঙ্গে আই লিগের আগে ভাল ভাবে মানিয়ে নিতে পারেন তিনি।

কলকাতায় এসে ফিটনেস টেস্ট দেওয়ার পরই তিনি আইএফএ-তে সই করবেন। সনিকে দলে নেওয়ার জন্য অনেকদিন ধরেই লেগেছিলেন দুই শীর্ষ কর্তা সৃঞ্জয় বসু ও দেবাশিস দত্ত। মাঝে রটে গিয়েছিল তিনি আসছেন না। কিন্তু শেষ পর্যন্ত সনিকে আনতে সফল। সনি চলে আসায় মোহনবাগানের শক্তি অনেকটাই বেড়ে গেল।

Advertisement

আরও পড়ুন
'কাতারে কাপ উঠতেই পারে মেসির হাতে'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement