ট্যাকল এড়িয়ে এগোচ্ছেন সনি।—ফাইল চিত্র।
চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে পাঁচ গোলে দুরন্ত জয়ের পর হঠাৎই ছন্দপতন মোহনবাগানের। ঘরের মাঠে ড্রয়ের হ্যাটট্রিক করে আই লিগ টেবলের শীর্ষ স্থান খুইয়ে চার নম্বরে নেমে এসেছেন সনি নর্দে-রা। মঙ্গলবার চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ। কিন্তু চোটের কারণে এই ম্যাচেও সনির খেলার সম্ভাবনা ক্ষীণ।
বারাসত স্টেডিয়ামে চলতি আই লিগেই চার্চিলের বিরুদ্ধে ম্যাচে ডান হাঁটুতে চোট পান হাইতি তারকা। লাজং এফসি-র বিরুদ্ধে পরের ম্যাচে তিনি খেলেননি। নেরোকা এফসি-র বিরুদ্ধে মাঠে নেমে ফের চোট পান সনি। ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। নিজেদের মাঠে প্রথম আই লিগের ম্যাচে ড্রয়ের পরে উত্তপ্ত হয়ে ওঠে আবহ। কোচ সঞ্জয় সেনকে সরানোর দাবিতে সোচ্চার হন ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা। আর বছরের শেষ দিনে যুবভারতীতে অনুশীলনের পরে কোচকে ছাড়াই প্রায় চল্লিশ মিনিট টিম মিটিং করলেন ফুটবলাররা।
কী আলোচনা হল? সবুজ-মেরুন অন্দরমহলের খবর, এ দিন দিপান্দা ডিকা, আনসুমানা ক্রোমা-রা নিজেরাই ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ড্রয়ের ময়নাতদন্ত করেছেন। জানা গিয়েছে, জিততে না পারার জন্য অংসখ্য গোলের সুযোগ নষ্ট করাকেই অন্যতম কারণ মনে করছেন তাঁরা। সতীর্থদের ডিকা বলেছেন, আমি গোল করতে পারছি না। চেষ্টা করছি দ্রুত ছন্দে ফিরতে। আর এক বিদেশি ক্রোমার মতে মোহনবাগান মাঠের আয়তন ছোট হওয়ার কারণেই জয় হাতছাড়া হয়েছে। এক সিনিয়র ফুটবলার বললেন, ‘‘প্রত্যেকটা ম্যাচের আগে এবং পরে আমরা নিজেরাই আলোচনার মাধ্যমে ভুলত্রুটি খুঁজে বার করার চেষ্টা করি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘অ্যারোজ ম্যাচের ভুলের পুনরাবৃত্তি না করে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছি আমরা’’ মোহনবাগানের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেছেন, ‘‘ফুটবলারদের বলেছি, গোল নষ্ট সকলেই করে। কিন্তু যারা চ্যাম্পিয়ন হতে চায়, তারা দ্রুত ঘুরে দাঁড়ায়। আশা করি, তোমরাও ঘুরে দাঁড়াতে সফল হবে।’’