বাগানে কথা দিয়ে দেশে ফিরলেন সনি

সনি নর্ডি আরও এক বছর থেকে গেলেন মোহনবাগানে। থেকে গেলেন জেজেও। ফিরলেন শেহনাজ। নেওয়া হল আনাসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৪:২১
Share:

সনি নর্ডি আরও এক বছর থেকে গেলেন মোহনবাগানে। থেকে গেলেন জেজেও। ফিরলেন শেহনাজ। নেওয়া হল আনাসকে। আই লিগ শুরু হতে সপ্তাহ তিনেক বাকি। তার আগে ঘর গুছিয়ে নিলেন সবুজ-মেরুন কর্তারা। সে অর্থে টিমের কোনও টাইটেল স্পনসর না থাকা সত্ত্বেও!

Advertisement

সনি-জেজেকে নিয়ে বাগানের সঙ্গে দড়ি টানাটানি চলছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং গতবারের আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর। বাগানের দেবাশিস দত্ত-সৃঞ্জয় বসুরা গত কয়েক সপ্তাহে বেশ কয়েক বার কলকাতা-মুম্বই করে শেষ পর্যন্ত দাঁড়ি টেনে দিলেন সেই টানাটানিতে। মুম্বই সিটি আইএসএল সেমিফাইনাল হেরে যাওয়ার পর কলকাতায় এসে বাগানের চুক্তিতে চূড়ান্ত সম্মতি জানিয়ে হাইতি উড়ে গেলেন সনি। তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে। সবুজ-মেরুন সূত্রের খবর, ডিসেম্বরের শেষ দিকে সঞ্জয় সেনের অনুশীলনে যোগ দেবেন সনি। এক বাগান কর্তা বললেন, ‘‘আইএসএলে খেলা ফুটবলাররা তো খেলার মধ্যেই আছে। ওরা পরে আসলে তাই সমস্যা নেই।’’

সনির পাশাপাশি এই মুহূর্তে অন্যতম সেরা ভারতীয় স্ট্রাইকার জেজের সঙ্গেও চুক্তি করে ফেলেছেন বাগান কর্তারা। সেরকমই তাঁদের দাবি। জেজেকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল লাল-হলুদ। সনির মতো জেজেও গত দু’বছর মোহনবাগানের হয়েই আই লিগে খেলছেন। এ ছাড়াও ডিফেন্সিভ মিডিও শেহনাজ সিংহ এবং ডিপ ডিফেন্ডার আনাসের সঙ্গেও চুক্তি পাকা করে ফেলেছে মোহনবাগান। বাগান কোচ এ বার রক্ষণকে মজবুত করতে চেয়েছিলেন এই দু’জনকে দিয়েই। বাগানের এক কর্তা বললেন, ‘‘গত বারের টিমের মধ্যে থেকে যাদের কোচ চেয়েছিলেন তাদের রাখা হয়েছে। কোচের এ বারের তালিকায় অন্য ক্লাবের যে ফুটবলাররা ছিল তাদেরও অনেককে নেওয়া হয়ে গিয়েছে। মোহনবাগানের আই লিগের জন্য টিম তৈরি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন