পঞ্চাশ নম্বর জার্সি পরে নামবেন সনি

সনি নর্দে কী অন্য অনেক ফুটবলারের মতো তুকতাক মানেন? জ্যোতিষে বিশ্বাস করেন? 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০৪:২৪
Share:

সনি নর্দে। —ফাইল চিত্র।

সনি নর্দে কী অন্য অনেক ফুটবলারের মতো তুকতাক মানেন? জ্যোতিষে বিশ্বাস করেন?

Advertisement

পঞ্চম মরসুমের জন্য সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ পেয়ে হাইতি স্ট্রাইকার গোপন সেই তথ্য সামনে আনেননি বৃহস্পতিবার সামনে আনেনি। তবে বলে দিয়েছেন, ‘‘আসলে অস্ত্রোপচারের পর গত নয় মাস জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। জার্সির নম্বর বদলে যদি ভাগ্য ফেরানো যায়।’’ আইজলের বিরুদ্ধে আজ শনিবার মাঠে নামলে সনির জার্সির নম্বর কত হবে? চমকে যেতে পারেন অনেকেই! ৫০ নম্বর! ‘‘মোহনবাগানে যখন এসেছিলাম তখন পরতাম ১৬ নম্বর। গত বছর পড়েছি ১০ নম্বর। এ বার পরব ৫০। ওটা আমিই চেয়েছি।’’ কেন ৫০? মোহনবাগান অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘সনি সই করার পরে আমাদের কাছে শেষ জার্সির নম্বরটা চেয়েছিল। আমরা ফেডারেশনে খোঁজ নিয়ে দেখলাম ৫০ নম্বর পর্যন্ত নথিভুক্ত করা যায়। সেটাই দেওয়া হয়েছে।’’

সবুজ মেরুন জনতার হার্টথ্রব অনুশীলনে নেমেছেন বেশ কিছুদিন হল। কিন্তু ছিলেন একেবারে চুপচাপ, মনমরা। এ দিন সই করার পর তাঁকে দেখিয়েছে উচ্ছ্বল। আগের মতোই প্রাণবন্ত। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, চার বছর পর ফের মোহনবাগানে ফিরে কেমন লাগছে? চুলের রঙ বদলে ফেলা সনি বলে দেন, ‘‘আমার মুখ কী সেটা বলে দিচ্ছে না? এটিকেসহ আইএসএলের কয়েকটা দল চেয়েছিল আমাকে। কিন্তু তখন হাঁটুর সমস্যা ছিল। মোহনবাগান যখন প্রস্তাব দিল তখন আর অন্য কারও কথা ভাবিনি। আমি নিজেকে প্রমাণ করতে প্রস্তুত। ১২০ মিনিটও খেলে দিতে পারি। ৯০ বা ২০ কোচ যতটুকু সময় নামাবেন খেলে দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement