Sourav Ganguly

আসন্ন অস্ট্রেলিয়া সফরে কোন দলকে এগিয়ে রাখছেন সৌরভ?

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। ইংল্যান্ডেও ১-৪ হেরেছিল ভারত। এ বার অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ অবশ্য কোহালিদের উপর অনেক প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১২:৪৪
Share:

বিরাটের ভারতকে নিয়ে আশাবাদী সৌরভ।

অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহালির ভারতই জিতবে বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাতীয় অধিনায়ক মনে করছেন অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা ভারতের রয়েছে।

Advertisement

চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। মাস কয়েক আগে ইংল্যান্ডেও পাঁচ টেস্টের সিরিজে ১-৪ হেরেছিল ভারত। এ বার অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ অবশ্য কোহালিদের উপর অনেক প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের। তবে ভারত কখনও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পারিনি। সৌরভ অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, "এ বার বিরাট কোহালির ভারত অস্ট্রেলিয়াকে ওদের দেশে গিয়ে হারাবে বলে মনে করছি। এটা হওয়া ভারতের পক্ষে অত্যন্ত জরুরি।"

নিজের তৈরি করা মানই বিরাটের চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। সৌরভ বলেছেন, "যে কোনও ব্যাটসম্যানের কাছে ৩০ বছর বয়স হল ব্যাটিংয়ের পক্ষে সেরা সময়। কিন্তু, গত চার-পাঁচ বছর বিরাট যা খেলছে, তাতে নিজের রেকর্ড উন্নত করাই এখন ও চ্যালেঞ্জ। আশা করছি, এই বছর ওর ভাল যাবে। ও বেহিসেবি জীবন কাটায় না। কোহালির কাঁধে ভর দিয়ে ভারতীয় ক্রিকেট এগিয়ে চলবে।" অস্ট্রেলিয়ায় ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ

Advertisement

আরও পড়ুন: বিরাটকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে চিঠি প্রধানমন্ত্রীকে

আরও পড়ুন: সিরিজ জিততে আজ কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?​

(ক্রিকেটের খবর, ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement