Cricket

অস্ট্রেলিয়ার দল বাছাই নিয়ে ফের লেগে গেল সৌরভ-স্টিভের

যার পাল্টা হিসেবে সৌরভ সোমবার টুইটারে কড়া সমালোচনা করেছেন স্টিভের। নিজের টুইটার পেজে প্রাক্তন ভারতীয় অধিনায়ক স্টিভের অ্যকাউন্টের ছবি তুলে তা পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, অস্ট্রেলীয় ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া একেবারে তলানিতে এসে ঠেকেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:০৪
Share:

স্টিভ ও-র সমালোচনায় সৌরভ। ফাইল ছবি।

ফের স্টিভ ও বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়! প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক নিজের পছন্দসই একটি দল বনিয়েছিলেন। বিরাট কোহালিদের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি সিরিজের চতুর্থ টেস্টের জন্য টিম অস্ট্রেলিয়ার চেহারাটা ঠিক কেমন হতে পারে তা নিয়েই নিজস্ব মতামত জানিয়েছিলেন স্টিভ।

Advertisement

যার পাল্টা হিসেবে সৌরভ সোমবার টুইটারে কড়া সমালোচনা করেছেন স্টিভের। নিজের টুইটার পেজে প্রাক্তন ভারতীয় অধিনায়ক স্টিভের অ্যকাউন্টের ছবি তুলে তা পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, অস্ট্রেলীয় ক্রিকেটের নির্বাচন প্রক্রিয়া একেবারে তলানিতে এসে ঠেকেছে।

সৌরভের ভাষায়, “এমনই অবস্থা যে, ওদের গ্রেট ক্রিকেটারদের নিজেদের মতো করে দল বেছে তা ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন পথ বাতলে দিতে হচ্ছে।’’ চলতি সিরিজে বিরাট কোহালির ভারত বাইশ গজে যেমন দাপট দেখাচ্ছে তাতে সত্যিই কোণঠাসা টিম পেনের অস্ট্রেলিয়া।

Advertisement

আরও পড়ুন: দলে বিশ্বমানের ব্যাটসম্যান নেই! আক্ষেপ অজি কোচ ল্যাঙ্গারের

আরও পড়ুন: বাবাকে হারিয়েও বিগ ব্যাশে নেমে পড়লেন লেগস্পিনার রশিদ

রবিবার মেলবোর্নের তৃতীয় টেস্টে জেতার পর আপাতত সিরিজে ২-১ এগিয়ে ভারত। চার টেস্টের সিরিজের শেষতমটি শুরু হতে চলেছে সিডনিতে। এসসিজি-তে অস্ট্রেলিয়া দল কেমন হতে পারে তা জানিয়েছেন স্টিভ। তাঁর বাছাই করা দলে রয়েছেন- মার্কাস হ্যারিস, শন মার্শ, উসমান খাওয়াজা, ট্র্যাভিস হেড, টিম পেন, মার্নাস লাবুচাগনে, মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান লায়ন ও জস হ্যাজেলউড।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন