Sourav Ganguly

Sourav Ganguly: অষ্টমীতে পাড়ার পুজোয় সৌরভ, এ বার মন খারাপ মহারাজের

আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপ। বিরাট কোহলীর দল এবারের বিশ্বকাপেও ভাল খেলবে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৬:২৪
Share:

পাড়ার পুজোয় সৌরভ নিজস্ব চিত্র

দুবাই যাওয়ার আগে অষ্টমীর সকালে বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সাদা পাঞ্জাবী, পাজামা পরে এসেছিলেন তিনি। মণ্ডপে ঢুকে বেশ খানিক ক্ষণ আরতি দেখেন সৌরভ। তবে মন খারাপ মহারাজের।

Advertisement

দুর্গাপুজোতেও প্রিয় বিরিয়ানি খাওয়া হচ্ছে না সৌরভের। ডাক্তারের নির্দেশ মেনে চলছেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, ‘‘এখন একদম সুস্থ রয়েছি। অষ্টমীর দিন নিরামিষ খাচ্ছি। এবার আর বিরিয়ানি খাওয়া হচ্ছে না।’’

শুক্রবার আইপিএল-এর ফাইনাল। তাই বুধবারই দুবাই চলে যাচ্ছেন বিসিসিআই সভাপতি। আইপিএল শেষ হলেই টি২০ বিশ্বকাপ। বিরাট কোহলীর দল এ বারের বিশ্বকাপেও ভাল খেলবে বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

মণ্ডপ থেকে বেরনোর আগে সৌরভ বলেন, ‘‘আশা করছি বিশ্বকাপে ভারত ভাল খেলবে। ভাল দল।’’ মহেন্দ্র সিংহ ধোনী ভারতীয় দলে মেন্টর হিসেবে যোগ দেওয়ায় সুবিধা হবে ভারতীয় দলের, মনে করেন সৌরভ। তিনি বলেন, ‘‘ধোনি ভারতীয় দলে ফিরে আসায় দলের লাভ হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement