ব্রিসবেনে ইশান্তকে অবশ্যই নামাও ধোনি

পারথে ভারত সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েও পারল না। আমি নিশ্চিত যে, ড্রেসিংরুমে ইনিংস বিরতির সময় ওরা ভাবতেও পারেনি স্কোরবোর্ডে তিনশো তোলার পরেও হারতে হবে। ভারতের ব্যাটিং অসাধারণ হয়েছে। কিন্তু বোলিং পরিস্থিতি অনুযায়ী না হওয়ায় অস্ট্রেলিয়া বেরিয়ে গেল।

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৩:৫৬
Share:

চোট সারিয়ে গাব্বার নেটে ইশান্ত-আগুন। ছবি: এএফপি।

পারথে ভারত সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার সুযোগটা পেয়েও পারল না। আমি নিশ্চিত যে, ড্রেসিংরুমে ইনিংস বিরতির সময় ওরা ভাবতেও পারেনি স্কোরবোর্ডে তিনশো তোলার পরেও হারতে হবে। ভারতের ব্যাটিং অসাধারণ হয়েছে। কিন্তু বোলিং পরিস্থিতি অনুযায়ী না হওয়ায় অস্ট্রেলিয়া বেরিয়ে গেল।

Advertisement

টসেও কল একদম ঠিকঠাক করেছিল ধোনি। প্রথমে ব্যাটিং নিয়ে একদম ঠিক কাজ করেছিল। শিখর ধবন তাড়াতাড়ি আউট হয়ে গেলেও রোহিত শর্মা আর বিরাট কোহলি দু’জনে টিমকে একটা ভাল পার্টনারশিপ দিয়েছে। রোহিত তো এক কথায় অসাধারণ। ক্রিকেটের সীমিত ফর্ম্যাটে ও এখন অনেক পরিণত ব্যাটসম্যান। ইনিংসের গতি কী ভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেটা জানেও। বিরাট আবার ওর জাত বুঝিয়েছে। অল্পের জন্য সেঞ্চুরি পেল না, কপাল খারাপই বলতে হবে।

রোহিত আর স্টিভ স্মিথ— টিমের জন্য দু’জনেই সেঞ্চুরি করল। স্টিভের ইনিংস ওর টিমকেও জিতিয়েছে। কিন্তু দু’টো সেঞ্চুরির মধ্যে যদি তুলনা টানতে হয় আমি বলব, রোহিতের ইনিংস অনেক ভাল। স্মিথ আবার প্রত্যেক ইনিংসে উন্নতিই শুধু করছে না, পারথে যে ভাবে ইনিংসকে এগিয়ে নিয়ে গেল, দেখার মতো। উদাহরণ হয়ে থাকা উচিত। লোকে বলে যে স্টিভ স্মিথ ভারতের কাছে বরাবরের কাঁটা। কিন্তু জর্জ বেইলিকেও ভুলে গেলে চলবে না। ভারতের বিরুদ্ধে ও-ও প্রচুর অসাধারণ সব ইনিংস খেলেছে সীমিত ওভারের ক্রিকেটে। ওরা দু’জন খুব মসৃণ ভাবে ভারতের পাল থেকে হাওয়াটা ঘুরিয়ে দিল।

Advertisement

ভারতের উচিত এ বার বোলিং নিয়ে বসা। ওদের এ বার উচিত পরিবেশ অনুযায়ী লাইন আপ ঠিক করা। উপমহাদেশের বাইরে দু’জন স্পিনার খেলানোর আমি প্রবল বিরোধী এমন নয়। কিন্তু পারথ বা ব্রিসবেনে দু’জন স্পিনার নিয়ে নামাটা বিলাসিতা। ঋষি ধবনকে সাত নম্বরে খেলানো যেতেই পারে। আর ইশান্ত শর্মাকে তো অবশ্যই টিমে ফেরানো উচিত। ইশান্ত অস্ট্রেলিয়ায় বরাবর ভাল বল করে এসেছে। ভারতের ওর অভিজ্ঞতার দরকারও পড়বে। ভুবনেশ্বর কুমারের পেস একটু কম, তাই মনে হয় ব্রিসেবেন তিন সিমারের সঙ্গে অশ্বিনকে একমাত্র স্পিনার নিয়ে ভারতের নামা উচিত।

আর অস্ট্রেলীয় বোলিং লাইন আপের দিকে তাকালে মনে হচ্ছে, ভারতের ভাল সম্ভাবনা আছে সিরিজে ফিরে আসার। অস্ট্রেলীয় পেসাররা ওদেরই দেশের চেনা পরিবেশে খেলছে, অথচ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার তোলার কেউ নেই এমনটা খুব একটা দেখা যায় না। ভারতকে এর সুবিধেটা নিতে হবে। যদি ওরা ভাল বল করে, তা হলে সিরিজে ফিরে আসা তো বটেই, এমনকী সিরিজ জেতার জায়গাতেও চলে আসা সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন