ভারত নিয়ে অঙ্ক শুরু ডুপ্লেসিদের

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কোনও ভাবে ঝুঁকি নিতে চাইছেন না ডুপ্লেসি। প্রয়োজনে জিম্বাবোয়ের বিরুদ্ধেও খেলবেন না তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ০৪:১৯
Share:

প্রস্তুতি: বিরাটদের জন্য তৈরি হচ্ছেন ডুপ্লেসিরা।  ছবি: এএফপি

তিনি এখনও চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। ফলে আজ, মঙ্গলবার থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরু বক্সিং ডে টেস্টে ফাফ ডুপ্লেসি নামবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মাথায় এখন জিম্বাবোয়ে নয়, ঘুরছে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের কথা। যে কথাটা নিজেই স্বীকার করছেন ডুপ্লেসি। তিনি বলছেন, ‘‘আমরা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি, ভারতের বিরুদ্ধে আমাদের দলটা ঠিক কেমন হওয়া দরকার। আর কী করলে হারানো যেতে পারে বিরাট কোহালিদের।’’

Advertisement

ডুপ্লেসি এও পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে পুরো সুস্থ হয়েই মাঠে নামতে চান তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথায়, ‘‘আমার হাতে দু’টো রাস্তা আছে। এক, মাঠে নেমে পড়লাম কিন্তু পরে পুরোপুরি ফিট হতে পারলাম না। দুই, এখন মাঠে নামলাম না, বিশ্রাম নিলাম। আর পরে পুরোপুরি সুস্থ হয়ে খেলতে নামলাম। আমি কিন্তু দ্বিতীয় রাস্তাটাই বেছে নেব।’’

যার ফলে ধরে নেওয়া হচ্ছে, ভারতের বিরুদ্ধে সিরিজের আগে কোনও ভাবে ঝুঁকি নিতে চাইছেন না ডুপ্লেসি। প্রয়োজনে জিম্বাবোয়ের বিরুদ্ধেও খেলবেন না তিনি। এই মুহূর্তে কী রকম অবস্থা তাঁর কোমরের চোটের? ‘‘চিকিৎসকদের বক্তব্য হল, যদি যন্ত্রণা থাকে, তা হলে সতর্ক থাকতে হবে। প্র্যাক্টিসে আমি সেটাই দেখে নিতে চাই। দেখে নিতে চাই, কী রকম অবস্থা আছে চোটের। গত সপ্তাহে জানতে চাইলে বলতাম, জিম্বাবোয়ের বিরুদ্ধে আমার খেলা সম্ভাবনা শতকরা কুড়ি ভাগ। এখন বলব, সেটা ৬০-৪০ অবস্থায় দাঁড়িয়ে,’’ বলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: স্টেনকে ভয় নেই, মত ভাজ্জির

শুধু তিনি নিজেই নন, দক্ষিণ আফ্রিকা দলে চোট আঘাতের সমস্যা আরও রয়েছে। যেমন চোট সারিয়ে ফেরার পথে ডেল স্টেন। কিন্তু এই ফাস্ট বোলারও কি কাঁধের চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন? এই প্রশ্ন ঘোরাফেরা করছে। স্টেনকে নিয়েও তাড়াহুড়ো করতে চান না ডুপ্লেসি। সোমবার সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘ডেলকে নিয়ে অনেক কিছু খতিয়ে দেখতে হবে। দেখতে হবে, প্রথম টেস্টের আগে ও কত ওভার বল করতে পারল। তা ছাড়া আরও দেখতে হবে, ওর বোলিংয়ে সেই তীব্রতা আছে কি না।’’

তাঁর দলের অন্যতম সেরা অস্ত্রকে নিয়ে কোনও রকম ঝুঁকি যে তিনি নিতে চান না, তা পরিষ্কার করে দিয়েছেন ডুপ্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কথায়, ‘‘আমরা চাই ডেল একশো ভাগ সুস্থ হয়ে মাঠে নামুক। ডেল যদি মনে করে, ও এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, তা হলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ও খেলবে না।’’ পরিষ্কার কথা হল, জিম্বাবোয়ের বিরুদ্ধে ডেল স্টেনকে নামিয়ে ঝুঁকি নিতে চায় না দক্ষিণ আফ্রিকা। ডুপ্লেসিও বলে দিচ্ছেন, ‘‘জিম্বাবোয়ের বিরুদ্ধে না খেললেও সমস্যা হবে না। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে অনেক সময় পাওয়া যাচ্ছে। তার মধ্যে নিশ্চয়ই ও তৈরি হয়ে যাবে।’’

জিম্বাবোয়ের বিরুদ্ধে ডুপ্লেসি খেলতে না পারলে সে ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন এ বি ডিভিলিয়ার্স। তা ছাড়া ডিন এলগারের নামও রয়েছে সম্ভাব্য অধিনায়ক হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন