সচিন-ওয়ার্নের নতুন টি-টোয়েন্টি লিগ নিয়ে ক্রিকেট বিশ্বে প্রবল জল্পনা

সচিন তেন্ডুলকর বনাম শেন ওয়ার্ন এত দিন ক্রিকেটপ্রেমীদের কাছে ছিল জিভে জল আনা যুদ্ধ। জল্পনা সত্যি হলে, এ বার যুদ্ধ নয়। দু’জনে জুটি বাঁধতে চলেছেন। সচিন-ওয়ার্ন নাকি নতুন একটা টি-টোয়েন্টি লিগ চালু করতে চলেছেন!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:২৭
Share:

সচিন তেন্ডুলকর বনাম শেন ওয়ার্ন এত দিন ক্রিকেটপ্রেমীদের কাছে ছিল জিভে জল আনা যুদ্ধ। জল্পনা সত্যি হলে, এ বার যুদ্ধ নয়। দু’জনে জুটি বাঁধতে চলেছেন।

Advertisement

সচিন-ওয়ার্ন নাকি নতুন একটা টি-টোয়েন্টি লিগ চালু করতে চলেছেন!

অস্ট্রেলিয়ার এক দৈনিকে যে খবর বেরনোর পর প্রবল আলোচনা শুরু হয়ে যায় বিশ্ব ক্রিকেটে। খবর সত্যি হলে ক্রিকেটের নামীদামি প্রাক্তনদের যে লিগে দেখা যেতে পারে। যেমন রিকি পন্টিং। যেমন অ্যাডাম গিলক্রিস্ট। যেমন অ্যান্ড্রু ফ্লিনটফ, জাক কালিস, ব্রেট লি। মোট আঠাশ জন প্রাক্তন ক্রিকেটারকে নাকি ইতিমধ্যেই যোগাযোগ করে আর্থিক প্রস্তাব দিয়েছেন ওয়ার্ন-সচিন। অঙ্কটাও বেশ ভাল—ম্যাচ পিছু পঁচিশ হাজার ডলার।

Advertisement

অস্ট্রেলীয় দৈনিকের খবর অনুযায়ী, ক্রিকেটারদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে তাঁরা সরকারি ভাবে কিছু বলতে চাননি। কিন্তু এটা নাকি জানা গিয়েছে যে, টুর্নামেন্ট নিয়ে ভাবতে শুরু করেছেন কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা। বলা হচ্ছে, ওয়ার্ন এখন ব্রিটেনে। সেখান থেকেই নাকি নতুন টি-টোয়েন্টি লিগের প্রচার করছেন। ব্রেট লি-র ম্যানেজার শুধু স্বীকার করেছেন যে, এমন প্রস্তাব লি-র কাছে এসেছে। এটাও বলে রেখেছেন, ‘‘এর মধ্যে অন্যায় কিছু নেই। অবসরের পৃথিবীতে ঢুকে পড়া কয়েক জন ক্রিকেটার ক্রিকেট খেলবেন— এতে সমস্যা কোথায়?’’

সমস্যা আছে। ক্রিকেটমহল আশঙ্কিত হয়ে পড়ছে যে, সচিনদের এমন বৈপ্লবিক টুর্নামেন্ট চালু হয়ে বড়সড় ধাক্কা খেতে পারে বিগ ব্যাশের জনপ্রিয়তা। কারণ সেখানে এমন অনেক ক্রিকেটার খেলেন, যাঁরা অবসর নিয়ে ফেলেছেন। এটা চালু হলে আইপিএলও নাকি রেহাই পাবে না। খবর অনুযায়ী, সাড়ে তিন বছর ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রথম সিরিজটা নাকি হবে সামনের সেপ্টেম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্রে। সচিনদের নতুন লিগ নিয়ে আলোড়নের দিনে আবার ভারতীয় বোর্ডও নতুন টি-টোয়েন্টি লিগের আমদানির কথা বলে দিল। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বদলে যা নাকি আসতে পারে। বেশ কয়েক বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগ কোনও মুনাফা দিতে পারছিল না বোর্ডকে। তাই সেটা বন্ধ করে দিতে হচ্ছে। বদলে আসবে নাকি নতুন টুর্নামেন্ট। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল এ দিন বলে দেন, ‘‘আমরা ভাবনাচিন্তা শুরু করেছি। সবে ভাবা হয়েছে মাত্র। চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ করে তার পরিবর্তে কোনও একটা টুর্নামেন্ট আমরা করতে চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন