Usain Bolt

জামাইকার হয়ে আবার অলিম্পিক্সে নামতে চান বোল্ট, ছোটবেলার প্রিয় খেলা ক্রিকেটকেই বেছে নিলেন প্রাক্তন অ্যাথলিট!

ছোটবেলায় উসেইন বোল্টের প্রিয় খেলা ছিল ক্রিকেট। বোল্টের আদর্শ ছিলেন ওয়াকার ইউনিস। তাঁর মতো বোলার হতে চাইতেন বোল্ট। যদিও কোচের পরামর্শে অ্যাথলেটিক্সকে বেছে নিয়েছিলেন পাকাপাকি ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৪৫
Share:

উসেইন বোল্ট। ছবি: এক্স।

অলিম্পিক্সে আটটি সোনা রয়েছে উসেইন বোল্টের। ২০১৬ সালে শেষ বার অলিম্পিক্সে দেখা গিয়েছিল বিশ্বের দ্রুততম মানবকে। আরও একটি অলিম্পিক্সে জামাইকার প্রতিনিধিত্ব করতে চান তিনি। দেশের প্রতিনিধিত্ব করতে চান অন্য একটি খেলায়।

Advertisement

২০১৭ সালে অ্যাথলেটিক্স থেকে অবসরের পর ফুটবল খেলতেন বোল্ট। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে প্রীতি ম্যাচও খেলেছেন। কিছু দিন অনুশীলন করেন জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়েও। তবে ফুটবলার বোল্ট বিশেষ কিছু করতে পারেননি। এ বার তাঁর নজর ক্রিকেটে। সুযোগ পেলে আগামী অলিম্পিক্সে জামাইকার হয়ে খেলতে চান।

বোল্টের কাছে ক্রিকেট নতুন নয়। ছোটবেলায় জোরে বোলার ছিলেন। ওয়াকার ইউনিসের ভক্ত আবার ২২ গজের জগতে ফিরতে চান। দেশের হয়ে অলিম্পিক্স পদক জিততে চান। একটা সময় পর্যন্ত ইউনিসের মতো বোলার হতে চাইতেন বোল্ট। পরে কোচের পরামর্শে বেছে নেন ট্র্যাক। ১২৮ বছর পর ক্রিকেট হবে অলিম্পিক্সে। তাই লস অ্যাঞ্জেলসে ছোটবেলার স্বপ্নপূরণের সুযোগ হাতছাড়া করতে চান না।

Advertisement

বোল্ট বলেছেন, ‘‘জামাইকার হয়ে অলিম্পিক্সে ক্রিকেট খেলার সুযোগ পেলে অবশ্যই সাড়া দেব। আমি তৈরি। পেশাদার অ্যাথলেটিক্স থেকে অনেক দিন আগে অবসর নিয়েছি। অবসরের সিদ্ধান্ত নিয়ে আমার কোনও আক্ষেপ নেই। অনেক দিন ক্রিকেট খেলা হয়নি। সুযোগ পেলে নিশ্চই খেলব।’’

আগামী অলিম্পিক্সে টি-টোয়েন্টি ক্রিকেট হবে। পুরুষ এবং মহিলা বিভাগে ছ’টি করে দল অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রতিটি অঞ্চল থেকে একটি করে দল খেলার সুযোগ পাবে। আমেরিকা অঞ্চল থেকে পুরুষদের ক্রিকেটে খেলতে পারে জামাইকা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ় হিসাবে ক্রিকেট খেললেও অলিম্পিক্সে অংশগ্রহণ করে আলাদা আলাদা দেশ হিসাবে। সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে জ়ামাইকা।

৩৯ বছরের বোল্টের দখলে রয়েছে ১০০, ২০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড। ৪x১০০ মিটার রিলেতেও বিশ্বরেকর্ডেরও অংশীদার তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement