India vs Sri Lanka

ভারত সফরের জন্য ঘোষিত দলে চমক রাখল শ্রীলঙ্কা

দুই তারকা ব্যাটসম্যান কৌশল সিলভা ও কুশল মেন্ডিস ছাড়াই ভারতে আসছে শ্রীলঙ্কা। ভারতের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে তরুণ স্পিনার-অলরাউন্ডার ধনঞ্জয় ডিসিলভাকে দলে রেখেছেন শ্রীলঙ্কা টিম ম্যানেজম্যান্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৫:২৫
Share:

শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চণ্ডীমল। ছবি: সংগৃহীত।

দুই তারকা ব্যাটসম্যান কৌশল সিলভা ও কুশল মেন্ডিস ছাড়াই ভারতে আসছে শ্রীলঙ্কা। ভারতের স্পিন সহায়ক উইকেটের কথা মাথায় রেখে তরুণ স্পিনার-অলরাউন্ডার ধনঞ্জয় ডিসিলভাকে দলে রেখেছেন শ্রীলঙ্কা টিম ম্যানেজম্যান্ট। দলে রয়েছেন পেস বোলার-অলরাউন্ডার দাসুন শনাকা। চোট সারিয়ে শ্রীলঙ্কা দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজও। তবে, তারকা পেসার নুয়ান প্রদীপ সুযোগ পাননি এই দলে।

Advertisement

ধনঞ্জয় ও শনাকা গত মাসে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ভাল পারফরম্যান্স দেখান। তারই পুরস্কার পেলেন।শ্রীলঙ্কা ‘এ’ দলের বেসরকারি টেস্ট সিরিজ জয়ে (২-১) দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন ধনঞ্জয়। ধনঞ্জয়ের পরেই ছিলেন শনাকা। তবে সদ্য পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানো দল থেকে কৌশল ও কুশলদের বাদ পড়াটা অপ্রত্যাশিত।

আরও পড়ুন: দাম বাড়িয়েই আইপিএল-এর বাজারে ফিরছেন মুনরো

Advertisement

আরও পড়ুন: রস টেলরকে আধার কার্ড দেওয়ার দাবি তুললেন সহবাগ

তবে তার চেয়েও বেশি অবাক করার মতো ঘটনা কুশল মেন্ডিসের দলে না থাকা। যাঁকে কুমার সঙ্গকারার পরে সেখানকার সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান বলা হয়ে থাকে। টানা ২২টি টেস্টে খেলার পরে তাঁকে এ বার দলের বাইরে থাকতে হবে।

পনেরো জনের দলের অধিনায়ক দীনেশ চণ্ডীমল। এ ছাড়াও এই দলে রয়েছেন, দিমুথ করুণারত্নে, সাদিরা সমরাবিক্রমা,লাহিরু থিরামান্নে, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, লাহিরু গামাগে, লক্ষণ সন্দাকন, বিশ্ব ফার্নান্ডো, নিরোশন ডিকওয়েলা ও রোশন সিলভা। ভারত সফরের জন্য বুধবার রওনা হচ্ছে শ্রীলঙ্কা দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement