ভারত-পাকিস্তান সিরিজটা অবশেষে হচ্ছে! শ্রীলঙ্কার পার্ল আইল্যান্ডে।
দু’দেশের ক্রিকেটীয় সম্পর্কের অচলাবস্থা কাটল দুবাইয়ে আইসিসির হেড কোয়ার্টারে একটা বৈঠকের পরে। যে বৈঠকটা হওয়ারই কথা ছিল না। হল, জাইলস ক্লার্কের দৌত্যের জন্য।
ভারত আর পাকিস্তান, দুই ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কায় এই সিরিজটা খেলতে রাজি। তবে দু’দেশের সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই সিরিজের যাবতীয় খুঁটিনাটি চূড়ান্ত করা হবে। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খানকে আজ, মঙ্গলবার ডেকে পাঠিয়েছে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক। যা অবস্থা, তাতে পাকিস্তান সরকারের সিরিজটা করার অনুমতি দিয়ে দেওয়ার ভাল সুযোগ রয়েছে।
২৫ নভেম্বর দুবাইয়ে ফিরছেন শাহরিয়র খান। জাইলস ক্লার্ক এবং ভারতীয় বোর্ড কর্তাদের সঙ্গে তখন আরও একপ্রস্ত কথা বলবেন তিনি।
সিরিজটা সরাসরি সম্প্রসারণের চুক্তিও চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে টিভি স্বত্ব সই করার সময় এই সিরিজের জন্য আলাদা বাজেট ধার্য হয়েছিল। টিভি স্বত্ব নিয়ে বোর্ডের যে সমস্যা ছিল, সেটাও মিটে গিয়েছে। জি গোষ্ঠী তাদের আশ্বাস দিয়েছে যে, তারা কোনও বিদ্রোহী লিগ আয়োজন করছে না। পাক বোর্ডকে তারা এ ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছে। গত সেপ্টেম্বরে যেটা ভারতীয় বোর্ডের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এখনও বেশ কিছু সমস্যা মেটানো বাকি আছে। যার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হল সিরিজ থেকে আসা অর্থ ভাগাভাগি। পাক বোর্ড ইঙ্গিত দিয়েছে যে, ভারতীয় বোর্ড আয় ভাগাভাগি করতে চায়। তারা নাকি নিজস্ব টাইটেল স্পনসর আনার ব্যবস্থাও করতে পারে। তবে সব সমস্যা ২৭ নভেম্বরের মধ্যে মিটে যাওয়ার কথা। যখন ভারতীয় বোর্ডের ওয়ার্কিং কমিটি বৈঠক করতে বসবে।
মাঠে বল পড়ে গিয়েছে।