শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেই বিশ্বকাপ শুরু করল আফগানিস্তান। যোগ্যতা নির্ণায়ক পর্বের গ্রুপ টপ করেই মূল পর্বে এসেছে তারা। এসেই প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছিলেন অধিনায়ক আসগর স্তানিকজার। প্রথমে ব্যাট করে রানটাও মন্দ তোলেনি আফগানরা। বুধবারই এই ইডেনে ২০০ রান তুলেছিল পাকিস্তান। সেখানে এদিন সাত উইকেট হারিয়ে আফগানিস্তান তুলল ১৫৩। ৬২ রানের ইনিংস খেললেন আসগর। ৩১ রান করেন সামিউল্লা। ২০ রান নুর আলির। বাকিরা আর কেউ তেমন রান তুলতে পারেননি। বরং বল হাতে এদিন বেশ সফল শ্রীলঙ্কার থিসারা পেরেরা। তিন উইকেট নিলেন তিনি। জোড়া উইকেট রঙ্গনা হেরাথের।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও পর পর উইকেট হারাতে শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার চান্দিমাল ১৮ রান করে প্যাভেলিয়নে ফেরার পর দলের হাল ধরেন আর এক ওপেনার দিলশান। তাঁর ব্যাট থেকে আসে অপরাজিত ৮৩ রান। তখনও উল্টোদিক থিরামান্না, পেরেরা, কাপুগেদেরা ভরসা দিতে ব্যর্থ হন। রানের লক্ষ্য কম থাকায় জয়ের রানে পৌঁছতে খুব বেশি বেগ পেতে হয়নি। ২১ রান করে যোগ্য সঙ্গত ম্যাথুসের। ১৮.৫ ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নিল শ্রীলঙ্কা। একটি করে উইকেট মহম্মদ নবি ও রশিদ খানের। বাকি দুটো রান আউট।
আরও খবর
সৌম্য সরকারের প্রশংসায় টুইট করলেন জন্টি