শ্রীলঙ্কার অভিনব প্রতিবাদ

অন্যায়ভাবে আম্পায়ার নো-বল দিয়ে বসলেন। আর তার প্রতিবাদে নিজেদের জাতীয় পতাকাকেই ব্যবহার করল শ্রীলঙ্কা। এ এক অভিনব প্রতিবাদ। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় টেস্টের ঘটনা। রবিবার লর্ডসের ব্যালকনিতে দেখা গেল উড়ছে শ্রীলঙ্কার পতাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০২:০৯
Share:

অন্যায়ভাবে আম্পায়ার নো-বল দিয়ে বসলেন। আর তার প্রতিবাদে নিজেদের জাতীয় পতাকাকেই ব্যবহার করল শ্রীলঙ্কা। এ এক অভিনব প্রতিবাদ। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে তৃতীয় টেস্টের ঘটনা। রবিবার লর্ডসের ব্যালকনিতে দেখা গেল উড়ছে শ্রীলঙ্কার পতাকা। এটাই নাকি প্রতিবাদের নতুন ভাষা। তৃতীয় টেস্টের চতুর্থ দিন অ্যালেক্স হেলসের আউট নিয়েই বিতর্কের শুরু। আম্পায়ার রড টাকার নো বল দেওয়ায় আউট হয়নি অ্যালেক্স। শ্রীলঙ্কা কোচ গ্রাহাম ফোর্ডের নেতৃত্বেই এই অভিনব প্রতিবাদের পথে নামে শ্রীলঙ্কা দল। অ্যালেক্স হেলস যখন নুয়ান প্রদীপের বলে আউট হন তখন ৯৪ রানে ব্যাট করছেন তিনি। রি প্লে চাওয়া হয়। দেখা যায় সেটি নো বল ছিল না। কিন্তু ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই শেষ কথা। যে কারণে ক্রিজে টিকে যায় অ্যালেক্স টাকার।

Advertisement

এরকমই ঘটনা ঘটেছিল গত ফেব্রুয়ারিতে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে। আম্পায়ার রিচার্ড লিংওর্থ সেই আউট দেন। পরে অবশ্য তিনি ভুল স্বীকার করে নেন। আইসিসি-র নিয়ম অনুযায়ী তৃতীয় আম্পায়ারের এমন অবস্থায় বিশেষ কোনও ভূমিকা থাকে না। যাতে এমন কোনও ঘটনা ভবিষ্যতে না ঘটে সে কারণে আইসিসি ভাবনা-চিন্তা করছে।

শ্রীলঙ্কা কোচ ফোর্ড রীতিমতো হতাশ। তিনি বলেন, ‘‘প্রদীপ দারুণ বল করছিল। খুব খারাপ সিদ্ধান্ত।’’ শ্রীলঙ্কা ম্যানেজমেন্ট তাই প্রতিবাদের ভাষা বেছে নেয় এই ভাবে। ড্রেসিংরুমের ব্যালকনিতে প্রায় ৪৫ মিনিটে টানিয়ে রাখা হয় শ্রীলঙ্কার জাতীয় পতাকা।

Advertisement

আরও খবর

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় ভারতের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement