কোপার আগে চোট ভোগাচ্ছে তারকাদের

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৭২ ঘণ্টা পরেই শুরু হবে শতবর্ষের কোপা আমেরিকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তারকা বিভ্রাট চলছে সব শিবিরেই। চোটের কারণে নেইমার ছিটকে গিয়েছিলেন আগেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৪:২৮
Share:

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৭২ ঘণ্টা পরেই শুরু হবে শতবর্ষের কোপা আমেরিকা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে তারকা বিভ্রাট চলছে সব শিবিরেই। চোটের কারণে নেইমার ছিটকে গিয়েছিলেন আগেই। এ বার ছিটকে গেলেন কোস্তারিকার তারকা গোলকিপার কেলর নাভাস। চোটে কাবু সুয়ারেজ, মেসিও। তবে দু’জনে এখনও পর্যন্ত টুর্নামেন্টের বাইরে চলে না গেলেও নানা জল্পনা উরুগুয়ে ও আর্জেন্তিনার এই দুই তারকাকে ঘিরে। আপাতত যা খবর, প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সুয়ারেজকে নাও পেতে পারে উরুগুয়ে। উল্টোদিকে, গোদের উপর বিষফোঁড়ার মতো ৩২ লক্ষ পাউন্ড কর ফাঁকি দেওয়ার মামলায় এ দিনই বার্সেলোনার আদালতে মামলা উঠল লিওনেল মেসির বিরুদ্ধে। যে শুনানিতে মেসি বা তাঁর বাবা গরহাজির থাকলেও আদালতে উপস্থিত ছিলেন বার্সার আর্জেন্তাইন তারকার আইনজীবীরা। শোনা যাচ্ছে, মামলার যাঁতাকলে পড়ে প্রথম ম্যাচে আর্জেন্তিনার জার্সি গায়ে নাও মাঠে নামতে পারেন মেসি।আদালতে শুনানি চলাকালীন মেসির আইনজীবীরা এ দিন বলেও দেন যে, কর ফাঁকি দেওয়ার ব্যাপারটা তিনি সে ভাবে জানতেনই না। আর চুক্তি সংক্রান্ত যাবতীয় ব্যাপার দেখতেন তাঁর বাবা এবং পেশাদার ব্যক্তিরা। বার্সেলোনার খবরের কাগজে এ দিন মেসিকে উদ্ধৃত করে এ সংক্রান্ত খবরও প্রকাশিত হয়েছে। তিন বছর আগে এ প্রসঙ্গে মেসি বলেছিলেন, ‘‘আমি কোনও দিনই চুক্তিপত্র পড়ে দেখি না। তাই জানতাম না কোথায় সই করছি।’’ এমনকী বিচারকের কাছে মেসির আবেদন ছিল, ‘‘বাবাকেই বিশ্বাস করি এ ব্যাপারে। ব্যবসায়িক ব্যাপারে বাবা যে ভাবে বলতেন আমি সে ভাবেই চলতাম। ফলে জানতাম না কোথা থেকে রোজগার আসছে আর সেই রোজগার কোথায় জমা হচ্ছে।’’ যদিও তিন বছর আগে এই মামলা দায়ের হওয়ার পর মেসি পরিবার ভুল শোধরানোর জন্য ফাঁকি দেওয়া করের অর্ধেকেরও বেশি অর্থ জমা দিয়েছেন স্পেনের রাজস্ব দফতরে। বৃহস্পতিবার এই মামলা ফের উঠবে আদালতে। ফলে ইতিমধ্যেই ফুটবল মহলের আশঙ্কা ৬ জুন চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচে নাও পাওয়া যেতে পারে। যদি আর্জেন্তিনা টিম সূত্রে খবর, বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার পর সরাসরি টিমের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যোগ দেবেন আর্জেন্তিনা ফুটবলের হার্টথ্রব। ১৯৯৩-এ কোপা আমেরিকা জয়ের পর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট ঢোকেনি মারাদোনার দেশে। ফলে এ বার শতবর্ষের কোপা জিততে মুখিয়ে রয়েছে মেসি-সহ গোটা আর্জেন্তিনা টিমই। মেসি নিজেও মিডিয়াকে এ ব্যাপারে বলেছেন, ‘‘গত দু’ বছরে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা ফাইনালে গিয়েও ট্রফি জেতা সম্ভব হয়নি। এ বার যাতে ট্রফি ফের হাতের বাইরে চলে না যায়, তার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে হবে।’’ এ দিকে, এ দিনই চোটের কারণে কোপা থেকে ছিটকে গেলেন কোস্তারিকার গোলকিপার কেলর নাভাস। মঙ্গলবারই কোস্তারিকা ফুটবল ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বাঁ পায়ের টেনডনে চোট থাকায় কোপায় খেলতে পারবেন না নাভাস। গত শনিবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের গোলে খেলেছিলেন নাভাস। কিন্তু গত এক বছর ধরে বাঁ পায়ের এই চোট তাকে ভোগানোয় কোপা থেকে সরতেই হল তাঁকে।

Advertisement

সবিস্তারে দেখতে ক্লিক করুন

ইউরো ২০১৬

Advertisement

শুরু- ১০ জুন ২০১৬

ফাইনাল- ১০ জুলাই ২০১৬

প্রতিযোগী দেশ- ২৪

সংগঠক দেশ- ফ্রান্স

শতবর্ষের কোপা

শুরু- ৩ জুন ২০১৬

ফাইনাল- ২৬ জুন ২০১৬

প্রতিযোগী দেশ – ১৬

সংগঠক দেশ- মার্কিন যুক্তরাষ্ট্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন