ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারীদের মনোনয়ন পেশ করার শেষ দিন আগামী সোমবার, ১৪ অক্টোবর। তার ২৪ ঘণ্টা আগেই রবিবার মুম্বইয়ে এক ঘরোয়া বৈঠকে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমোদিত সংস্থার কর্তারা। জানা গিয়েছে, সেই বৈঠকেই ঠিক হবে বোর্ডের নতুন পদাধিকারীদের নাম। বৈঠকে বোর্ডের প্রাক্তন প্রশাসকরাও থাকতে পারেন বলে খবর।
২৩ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভার পরেই দায়িত্ব গ্রহণ করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত পদাধিকারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি রাজ্য সংস্থার কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘রবিবারের ঘরোয়া বৈঠকে বোর্ড অনুমোদিত সব সংস্থার প্রতিনিধিদের হাজির থাকার কথা। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ওই দিন মুম্বইয়ে থাকবেন রাজনৈতিক কর্মকাণ্ডে। তাঁকেও ওই বৈঠকে আসতে অনুরোধ করা হয়েছে। কারণ, এগিয়ে যেতে তাঁর পরামর্শ
প্রয়োজন আমাদের।’’
পাঁচটি রাজ্য সংস্থা তামিলনাড়ু, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মণিপুর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে পারবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটি।