‘সবার মন জুগিয়ে চলা ক্যাপ্টেনের পক্ষে সম্ভব নয়’

কয়েক দিন আগেই স্টিভ ওয়কে ‘স্বার্থপর’ বলেছিলেন শেন ওয়ার্ন। এ বার তার জবাব দিলেন স্টিভ। প্রথমে অবশ্য বললেন, ‘‘ওর কথার জবাব দিয়ে নিজের সিদ্ধান্তর সত্যতা প্রমাণ করতে চাই না।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৮
Share:

কয়েক দিন আগেই স্টিভ ওয়কে ‘স্বার্থপর’ বলেছিলেন শেন ওয়ার্ন। এ বার তার জবাব দিলেন স্টিভ। প্রথমে অবশ্য বললেন, ‘‘ওর কথার জবাব দিয়ে নিজের সিদ্ধান্তর সত্যতা প্রমাণ করতে চাই না।’’ কিন্তু পরে বললেন অনেক কথাই। কেন বাদ দেওয়া হয়েছিল শেন ওয়ার্নকে। তিনি বলেন, ‘‘সত্যি কথা বলতে শুধু শেন নয়, যে কোনও প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া সহজ নয়। এটা যে ভাবে শেনকে বলা কঠিন তেমন ভাবে অ্যাডাম ডেল বা গ্রেগ ব্লিউয়েটকে বলাও কঠিন। দলের স্বার্থে এরকম অনেক প্লেয়ারকে বলতে হয়েছে যে তুমি আজ খেলছ না।’’

Advertisement

ওয়ার্ন প্রায় ১৭ বছর আগের তাঁর দল থেকে বাদ যাওয়ার জন্য স্টিভ ওয়ের দিকে এতদিন পরে আঙুল তুলেছেন। তাঁকে স্বার্থপর বলতেও ছাড়েননি। এমন অবস্থায় অধিনায়ক হিসেবে স্টিভও মুখ খুলতে বাধ্য হলেন। স্টিভ আরও বলেন, ‘‘একজন অধিনায়কের জন্য এটাই সব থেকে কঠিন কাজ। কিন্তু এটাও মনে রাখতে হবে তুমি একজন অধিনায়ক। তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে দলের স্বার্থে। আর প্রস্তুত থাকতে হবে যে তুমি কখনও সকলের কাছে ভাল হতে পারবে না।’’

শেন ওয়ার্ন বলেছিলেন, ‘‘আমি স্টিভকে পছন্দ করি না তার পিছনে অনেক কারণ রয়েছে। কিন্তু আসল কারণ ও স্বার্থপর।’’ ওয়া ৫৭টি টেস্টে অধিনায়কত্ব করা স্টিভ জানতেন, অধিনায়ক হিসেবে তাঁকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বলেন, ‘‘একজন অধিনায়ক বা লিডার হিসেবে আমার মনে হয় আমার সিদ্ধান্তকে মানুষ সম্মান দিচ্ছে কি না। কখনও সাহস করেই কঠিন সিদ্ধান নিতে হয়েছে আবার কখনও অবস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়েছে। দিনের শেষে তুমি একজন লিডার। মানুষ তোমার সিদ্ধান্তের দিকেই তাকিয়ে।’’ অতীতে স্টিভ এটা স্বীকার করে নিয়েছিলেন, সেই সময় শেনকে দলকে বাদ দেওয়াটা চাঁদের বন্ধুত্ব নষ্টের কারণ।

Advertisement

আরও খবর

স্টিভের মতো স্বার্থপর হয় না, বললেন শেন ওয়ার্ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন