Steve Smith

অজি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন স্মিথ

চলতি কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। বল বিকৃতি কাণ্ডে ক্রিকেট বিশেষজ্ঞদের রোষের মুখে পড়েছিলেন স্মিথ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৮ ১৮:২০
Share:

স্টিভ স্মিথ। ছবি: রয়টার্স।

চলতি কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। বল বিকৃতি কাণ্ডে ক্রিকেট বিশেষজ্ঞদের রোষের মুখে পড়েছিলেন স্মিথ। তাঁর পদত্যাগের দাবি তোলা হয়েছিল খোদ অস্ট্রেলিয়ার স্পোর্টস কমিশনের পক্ষ থেকেও। অবশেষে চরম সিদ্ধান্তটি নিয়েই নিলেন স্মিথ। শুধু স্মিথই নন, তাঁর পাশাপাশি সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারও।

Advertisement

কয়েক দিন আগেই কুইন্টন ডি’ককের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন তিনি। ফলে অজি দলের এই দুই তারকার উপর চাপ ছিল বিভিন্ন দিক দিয়েই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়ায় চলতি সিরিজে টিম অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলাবেন উইকেটরক্ষক টিম পাইন। তবে, মাঠে থাকবেন স্মিথ এবং ওয়ার্নার কিন্তু দলের অন্য সদস্যদের মতো।

Advertisement

আরও পড়ুন: দ্রুততম ১০০ উইকেট রশিদ খানের

আরও পড়ুন: কোহালি যাচ্ছেন কাউন্টি খেলতে

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও বলেন, “স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার ঠিক করেছেন চলতি টেস্টে অধিনায়ক এবং সহ অধিনায়কের দায়িত্ব তাঁরা সামলাবেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন